আমাদের কথা খুঁজে নিন

   

টুটুল-তানিয়ার স্বপ্নের স্কুল

'অল সেন্টস' নামের একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন তারকা-দম্পতি জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল ও তানিয়া আহমেদ। স্কুলটিকে মৌলিক শিক্ষার পাশাপাশি রয়েছে চারুকলা, সংগীত, নাচ ও ভাষা শিক্ষা। এতে একটি ডে-কেয়ার সেন্টারও রয়েছে। এখানে ছোটদের পাশাপাশি বড়দের জন্য রয়েছে একটি ভাষা শিক্ষার কোর্স। ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরের ৭/সি রোডের ৩ নম্বর বাড়িতে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে এসআই টুটুল বলেন, এটি আমাদের স্বপ্নের একটি প্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা অনেক আগেই নিয়েছিলাম। এখন তা বাস্তবে রূপ ধারণ করেছে। বর্তমানে স্কুলের কার্যক্রম বেশ ভালোভাবেই চলছে। স্কুলের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, 'আমরা সংগীতের ক্লাসে শিখাচ্ছি সব ধরনের গান আর বাদ্যযন্ত্রের মধ্যে শিখাচ্ছি পিয়ানো, বাঁশি, ব্যায়োলেন, গিটার, ড্রামস ইত্যাদি।

আমরা প্রতিটি গানের শিল্পীর জন্য একটি করে বাদ্যযন্ত্র শিক্ষাটা বাধ্যতামূলক করে দিয়েছি। আমাদের এই নাচ শিখাবে বাংলাদেশের অনেক গুণী নৃত্যশিল্পী। ছোটদের পাশাপাশি বড়দের জন্য একটি ভাষা শিক্ষার ব্যবস্থা রেখেছে এ স্কুলে। এ ছাড়া কর্মজীবী মা-বাবার সন্তানদের জন্য প্রতিষ্ঠানটিতে থাকছে একটি ডে-কেয়ার সেন্টার। দুই থেকে ১০ বছরের শিশুদের জন্য এই ডে-কেয়ার।

বাবা-মায়েরা তাদের বাচ্চাকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এখানে নির্ভাবনায় রেখে যেতে পারবেন। এখানে আমরা রেখেছি দেশ-বিদেশের অনেক অভিজ্ঞসম্পন্ন লোক। যাদের কাছ থেকে বাচ্চারা সব ধরনের ভালো বিষয় সম্বন্ধে জানতে জানতেই বেড়ে উঠবে। একটা শিশুকে আমরা খেলার ছলেই ভালো-মন্দ, জীবন বা জগৎ সম্বন্ধে ধারণা দেব। জরুরি প্রয়োজনে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসকরা সেবা দেবেন এই শিশুদের।

সব মিলিয়ে একটি বাচ্চার প্রাথমিক শিক্ষার সব ব্যবস্থা আমরা এখানে করে রেখেছি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।