এক প্যাকেজ ট্যুরে ঘুরতে কঙ্বাজারে যায় নিশা, টয়া ও শশী। এর মধ্যে নিশা থাকে খুবই সন্দেহপ্রবণ একটি মেয়ে, শশী পছন্দ করে লেখালেখি করতে আর টয়া যাকে দেখে তারই প্রেমে পড়ে যায়। নানা প্রকার বাধা এড়িয়ে মজার -মজার মুহূর্তের আর অ্যাডভেঞ্জারের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।
পান্থ শাহরিয়ারের রচনা ও জামিলুদ্দিন জামিল ও সাইদুজ জামান মিঠুর পরিচালনায় ২৬ পর্বের ধারাবাহিক নাটকটির নাম 'নোনা জল'। নাটকটি ১৫ জানুয়ারি থেকে বৈশাখী টিভিতে প্রচার শুরু হবে।
নাটকে অভিনয় প্রসঙ্গে নিশা বলেন, 'নাটকের গল্পটি অনেক রহস্যময়। নাটকটি যে দেখতে শুরু করবে না শেষ করে উঠবে না। নাটকের প্রতিটি পরতে-পরতে রয়েছে রোমাঞ্চ। নাটক করতে গিয়ে আমরা অনেক মজা করেছি। আশা করছি, নাটকটি ভালো লাগবে।
শশী বলেন,' অনেক দিন পর একটি মজার ধারাবাহিকে অভিনয় করেছি। নাটকটি অনেক অ্যাডভেঞ্জারাস। নাটকের গল্পটি গড়ে উঠেছে একটি স্বর্ণের মূর্তিকে কেন্দ্র করে। নাটকটি না দেখলে কেউ বুঝতে পারবে না। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।