আমাদের কথা খুঁজে নিন

   

এসব কি জন্যে???? শুধু মালাউন বলে?????

তুমি চলে গেছ, তাতে আর দুঃখবোধ নেই কোনও বরং একা আছি ভালই আছি....।

ব্লগে অনেকদিন কিছুই লিখি না। আজ মনে অনেক কষ্ট নিয়ে লিখতেছি....

রাজাকারদের বিচার নিয়ে সারাদিন ম্যা ম্যা করলি,
বিচারের আন্তর্জাতিক মানদণ্ডের কথা কইলি ..

"ডেমোক্রেসি ফর রোডমার্চ " এর জন্য ম্যা ম্যা করলি..

বাকশালী সরকার গনতন্ত্রের ধর্ষণ করছে কইলি...

সব শুনে গেলাম....

মানবাধিকার এর কথা কইলি...

পুলিশ সরকারের গুন্ডাবাহিনী.. এই কথাও কইলি...



যখন,

*পেট্রোল বোমা দিয়া মানুষকে পুইড়া মারলি..

*১৫০ স্কুল পোড়াইয়া ছাড়খার কইরা দিলি...

*শুধু মালাউন বলে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে পোড়িয়ে নিঃস্ব করে দিলি....



তখন,

*কোথায় গেল তোদের আন্তর্জাতিক মানের বিচার ব্যবস্থা? ?

*কোথায় গেল তোদের গনতন্ত্র? ?

কোথায় গেল তোদের মানবাধিকার? ?

কোথায় গেল মানবতা? ?




জানি,
এইসবের উত্তর তোরে কোন দিন দিবি না..
দিতেও পারবি না |


কারন, আমি একজন মালাউন ...
আর মালাউনদের সাথে কথা বলাও হারাম | উত্তর দেয়ার তো প্রশ্নই উঠে না|


অন্তত ১ টা মালাউন নিধন করতে পারলেই তোদের বেহেশত নিশ্চিত |

আর এখনতো, ,, এই দুনিয়াতেই 'পরকালের পাসপোর্ট' পেয়ে যাস |



সুতরাং,
এই বাংলায় মালাউনদের জায়গা হতে পারে না|

কে কোথায় আছিস , ধর্মপ্রাণ ভাইয়েরা ... তোদের আশেপাশে যেখানেই সংখ্যালঘু মালাউন দেখবি,
আল্লাহ্ আকবর বলেই কতল করে দে ||

এটা তোদের ঈমানী দায়িত্ব | :'(

না হলে যে ঈমান নষ্ট হয়ে যাবে...
ধর্ম ধবংস হয়ে যাবে |||



এসব কি জন্যে???? শুধু মালাউন বলে?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।