আমাদের কথা খুঁজে নিন

   

কাল 'সুর' স্কুলে যাবে



আমার বড় ছেলে 'সুর' এর বয়স তিন বছর আট মাস। প্লে-গ্রুপে দিয়ে দিলাম। স্কুলটা বাসার কাছেই। ইচ্ছা করেই আগে ভর্তি করেছি। ও এমনিতেই খুব চুপচাপ স্বভাবের, কারও সাথে সহজে মিশতে চায়না আসলে মিশতে পারেওনা।

তাছাড়া খেলাধুলার জায়গাও নেই। তাই ভেবে দেখলাম স্কুলে দিলে একটু যদি ফ্রি হয়, দৌড়াদৌড়ি করতে পারে তাতে ওরই লাভ। একটু ভয়ও পাচ্ছি সেখানে মন বসে কিনা, কান্নাকাটি করে কিনা এই নিয়ে!ক্লাশের দুই ঘণ্টা আমার মা ওর সাথেই থাকবে এটাই স্বস্তির কথা। ক্লাশ যেহেতু সকাল ১০টায় তাই আমি আর আমার মা সুরকে স্কুলে দিয়ে আসবো। ওকে স্কুলে দিয়ে আমাকে অফিসে চলে যেতে হবে।

সবাই দোয়া করবেন আমার সুর মনির জন্য।

শীঘ্রই অনেক বাচ্চাদেরই প্রথম স্কুল জীবন শুরু হতে যাচ্ছে । তাদের প্রত্যেকের জন্য রইলো অনেক দোয়া আর শুভকামনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।