আমাদের কথা খুঁজে নিন

   

সেই শিক্ষক বরখাস্ত

বিএনপি-জামায়াতকে ফাঁসাতে নিজ স্কুলে আগুন দেওয়ার অভিযোগে আটক বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বুধবার সচিবালয়ে দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।

বৈঠক থেকে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্থানীয় থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। দুই মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী সারা দেশে ৪১৯টি প্রাথমিক ও ৮২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২১টি মাদ্রাসা ও নয়টি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ওই শিক্ষক স্কুলে আগুন দিলে জনতা তাকে আটক করে পুলিশে দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।