আমাদের কথা খুঁজে নিন

   

তিন জেলায় শীতজনিত রোগে ১৩ জনের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত

সারা দেশে জেঁকে বসেছে শীত। এর মধ্যে উত্তরের জেলাগুলোর অবস্থা আরও করুণ। প্রচণ্ড শীত ও শীতজনিত রোগে রংপুরে গত ২৪ ঘণ্টায় শিশু, বৃদ্ধসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া লালমনিরহাট ও কুষ্টিয়ায় তীব্র শীতে মঙ্গলবার রাত ও গতকাল মারা গেছে তিন শিশু। এসব জেলায় জ্বর, সর্দিসহ নানা রোগে আক্রান্ত হয়েছেন অনেকে।

এদিকে দিনাজপুর ও পঞ্চগড়ে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিনিধিদের খবর-

রংপুর : শীতের কবলে পড়ে দিশাহারা এ জেলার সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগে মৃত্যু হয়েছে শিশু ও বৃদ্ধসহ ১০ জনের। তীব্র শীতে এ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে।

প্রতিদিন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগী। লালমনিরহাট : পৌষের শুরু থেকেই শীত জেঁকে বসেছে লালমনিরহাটে। দুই দিন থেকে জেলার কোথাও দেখা যায়নি সূর্যের মুখ। শীতজনিত রোগে মৃত্যু হয়েছে আরও দুই শিশুর। তারা হলো- সদর উপজেলার তিস্তারচর বারডোগড়া গ্রামের আমেনা ও কালিগঞ্জ উপজেলার চর ইশরকুর গ্রামের শিহাব।

মানুষের পাশাপশি শীতজনিত নানা রোগ ছড়িয়ে পড়েছে গবাদিপশুর মধ্যেও। এ ছাড়া ঘনকুয়াশায় নষ্ট হয়ে গেছে অনেক বোরো বীজতলা। প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে বীজতলা রক্ষায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। কুষ্টিয়া : দৌলতপুরে তীব্র শীতে ভানুয়ারা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলার পাকুড়িয়া গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

শীত জেঁকে বসলেও এখানকার দরিদ্র-অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়নি কোনো শীতবস্ত্র। প্রাগপুর ইউপি চেয়ারম্যান জানান, শীতবস্ত্র হিসেবে ২৫টি কম্বল পেয়েছি। যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। দিনাজপুর : প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়েছে পড়েছে দিনাজপুরে। বিশেষ করে শ্রমজীবী মানুষ পড়েছে চরম বিপাকে।

শীতের কারণে কাজ করতে না পেরে দারুণ কষ্টে দিনাতিপাত করছেন তারা। হাড়কাঁপানো শীতে মানুষের পাশাপাশি নাজেহাল হয়ে পড়েছে গবাদি পশু। পঞ্চগড় : এ জেলায় কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যের। সর্দি, জ্বর, কাশিসহ শীতকালীন নানা অসুখে ভুগছেন পঞ্চগড়ের মানুষ। প্রয়োজনীয় শীতের কাপড়ও কিনতে পারছে না অহসায় মানুষগুলো।

হরতাল অবরোধের কারণে কৃষকের উৎপাদিত সবজির বেচা-বিক্রি নেই। তার ওপর শীতে নষ্ট হয়ে যাচ্ছে ক্ষেতের ফসল।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।