আমাদের কথা খুঁজে নিন

   

'জঙ্গলের মধ্যে' বিশ্বকাপের ম্যাচে ক্ষুব্ধ সুইস কোচ

'ই' গ্রুপে সুইজারল্যান্ড নিজেদের শেষ ম্যাচ খেলবে হন্ডুরাসের সঙ্গে, যা হবে আমাজন বনের কেন্দ্রে অবস্থিত মানাউসে। এছাড়া ফ্রান্সের সঙ্গে তারা খেলবে আরেকটি উষ্ণপ্রধান ভেন্যু সালভাদরে।

জার্মানির একটি রেডিওকে দেয়া সাক্ষাতকারে হিৎসফেল্ড এ ধরনের ভেন্যুতে ম্যাচ রাখার জন্য আয়োজকদের কঠোর সমালোচনা করেন।

"সালভাদরের অনেক গরম, মানাউসতো তো আরো খারাপ, কারণ আপনাকে খেলতে হবে আদ্র, উঞ্চ আবহাওয়ায়। সেখানে আর্দ্রতা ৯৫ শতাংশ আর তাপামাত্রা ৩০ ড্রিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

"

"জঙ্গলের মাঝখানে, আমাজন অঞ্চলের মাঝখানে এমন একটা জায়গায় ফুটবল খেলতে হবে, এটা আমার কাছে একেবারেই দায়িত্বহীন মনে হচ্ছে। "

জার্মান এই কোচ মনে করেন, এ ধরণের ভেন্যুতে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে বাণিজ্যিক দিকটাই দেখা হয়েছে।

এছাড়া বিশালাকায় দেশ ব্রাজিলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাও ঝামেলার বলে মনে করছেন সুইজারল্যান্ড কোচ। সালভাদর থেকে মানাউসে জেতে লাগবে প্রায় ৫ ঘণ্টা।

তবে খেলতেই যখন হবে, তখন আর কি করা।

কোচ জানালেন, পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে ক্রীড়া বিজ্ঞানি, চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টের সাহায্য নেয়া হবে। তাদের পরামর্শ নিয়ে নিজেদের প্রস্তুত করে তুলবে সুইসরা।

সুইজারল্যান্ডে বিশ্বকাপ শুরু হবে ব্রাজিলিয়ায় ইকুয়েডরের বিপক্ষে ১৫ জুনের ম্যাচ দিয়ে। পাঁচ দিন পর সালভাদরে ফ্রান্স এবং ২৫ জুন মানাউসে হন্ডুরাসের বিপক্ষে খেলবে তারা।

 




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।