আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনা বঙ্গভবনে

নতুন মন্ত্রিসভার শপথ সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় প্রধানমন্ত্রীকে বঙ্গভবনের ফটক দিয়ে ঢুকতে দেখা গেছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদের সহকারী প্রেস সচিব মাহামুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আগেই এই সাক্ষাতের  কথা জানিয়েছিলেন।

রোববার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথের সময় নির্ধারিত রয়েছে। নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।   

দশম জাতীয় সংসদ নির্বাচনের সাত দিনের মাথায় টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আর সংসদে সংখ্যাগরিষ্ঠ এই দলের প্রধান হিসাবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা।  

বিএনপি ও তাদের শরিকদের বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোট হয়, যাতে ২৩১টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ।

নবনির্বাচিত সংসদ সদস্যরা বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে থেকে শপথ নিয়েছেন।

দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সংসদ সদস্যদের শপথ, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচন, রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রী নিয়োগ এবং মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ সম্পর্কে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ তুলে ধরে ব্যাখ্যা দেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দেয়া তালিকা অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ দিলে মন্ত্রিপরিষদ বিভাগ তাদের শপথের ব্যবস্থা নেবে।

“যারা মন্ত্রী হবেন তাদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়া অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।