আমাদের কথা খুঁজে নিন

   

হলফনামা-গেজেটে প্রধানমন্ত্রীর স্বামী জীবিত !

بسم الله الرحمن الرحيم -الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين، وعلى آله وصحبه أجمعين، وعلى من تبعهم بإحسان إلى يوم الدين

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া হলফনামা এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ড. ওয়াজেদ মিয়া 'জীবিত' রয়েছেন।


হলফনামা ও গেজেটে প্রধানমন্ত্রীর মায়ের নামের শুরুতে মৃত শব্দটি ব্যবহার করা হলেও স্বামীর নামে 'মৃত' লেখা হয়নি। লেখা হয়েছে 'এম. এ. ওয়াজেদ মিয়া'। সাধারনত মৃত কারো নামের শুরুতে মোহাম্মদ বা ইংরেজিতে সংক্ষেপে 'এম' লেখা হয় না।

হলফনামা ও গেজেটে মৃত লেখা না হলেও নির্বাচন কমিশনে জমা দেয়া প্রধানমন্ত্রীর আয়কর সনদে ড. ওয়াজেদ মিয়াকে মৃত বলেই উল্লেখ করা হয়েছে।

সেখানে পিতার নাম লেখা হয়েছে 'শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'।

বুধবার নির্বাচন কমিশনের প্রকাশিত ২৯০ জন সংসদ সদস্যের নামের গেজেট প্রকাশ করা হয়। এতে নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম-পরিচয়সহ ঠিকানা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ২০০৯ সালের ৯ মে মারা যান।

এ বিষয়ে বৃহস্পতিবার পরিবর্তনের পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।



এর আগে গেজেট প্রকাশের বিষয়ে ইসি থেকে জানানো হয়, গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিকের নেতৃত্বে গেজেট সম্পন্ন করা হয়। বুধবার বিকেলে তা প্রকাশ করা হয়।

ইসি সূত্র জানা যায়, অনেকটা তাড়াহুড়ো করে গেজেট প্রকাশ করাতে এ ভুল হয়েছে। তবে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা এতে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, অন্য কারো ক্ষেত্রে এমনটি হলে তা মেনে নেওয়া যেতো।

কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এটি কোনোভাবেই সঠিক হয়নি।

গেজেটে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি আসন থেকে নির্বাচিত হয়েছেন। দুটি আসনেই তার পরিচয়ে স্বামীকে 'জীবিত' দেখানো হয়েছে। অবশ্য মায়ের নাম ঠিকই মৃত বেগম ফজিলাতুন্নেছা উল্লেখ করা হয়েছে।

নির্বাচনী কমিশনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জমা দেয়া হলফনামায় দেখা যায়, পিতা/স্বামীর নামের জায়গায় লেখা হয়েছে 'এম,এ, ওয়াজেদ মিয়া'।

এবং মাতার স্থানে রয়েছে 'মৃত বেগম ফজিলাতুন্নেছা'।

স্থায়ী ঠিকানায় লেখা আছে- গ্রাম-টুঙ্গিপাড়া, ডাকঘর ও উপজেলা-টুঙ্গিপাড়া, জেলা-গোপালগঞ্জ। আর বর্তমান ঠিকানা: ৫৪ (সূধাসদন), ৫ ধানমন্ডি আবাসিক এলাকা ধানমিন্ড, ঢাকা।

প্রসঙ্গত, ড. এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালে রংপুরের পীরগঞ্জের ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এ আসন থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।



স্বামী জীবিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।