আমাদের কথা খুঁজে নিন

   

১০ তারিখে ফিরে শেখ সাহেব, ১২ তারিখে প্রাইম মিনিস্টার, কেন?

ইকোনোমিস্ট

পাকিস্তানের কারাগার থেকে ফিরলেন শেখ সাহেব ১০ই জানুয়ারী: ক্লান্ত, অবসন্ন; ১২ তারিখে উনাকে প্রাইম মিনিস্টার বানানো হলো: উনার রেস্ট কোথায়, উনি যুদ্ধের পর দেশ দেখার সুযোগ পেলেন কোথায়, মানুষের সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলার সময় পেলেন কোথায়?

১০ তারিখ বিকেলে ঢাকার ১০ লক্ষ লোক উনাকে দেখলেন রেসকোর্সে, উনার কথা শুনলেন; উনাকে নিজেদের কথা বলার কোন সুযোগ পাননি; সেদিন উনার কথা থেকে বিজয়ী মানুষের কথা ছিল অনেক বেশী, অনেক আবেগের, অনেক আশার; উনি কিছুই শোনার সুযোগ নিলেন না।

দেশের বাকী ৭ কোটীর অনেক কথা ছিল বলার, উনাকে দেখার; মুক্তিযোদ্ধাদের আশা ছিল উনাকে দেখার, যাঁর নামে যুদ্ধ করে ২২ হাজার মুক্তিযোদ্ধা দেশের জন্য প্রাণ দিয়েছেন; শহীদ যোদ্ধাদের মাতা-পিতা, স্ত্রী সন্তানরা উনাকে দেখতে চেয়েছিলেন, উনার মুখ থেকে শান্তনার বাণী শুনতে চেয়েছিলান; উনি এলেন না, উনি আটকা পড়লেন ঢাকায়!

১১ সেক্টরের কমানডার, সৈনিক সবাই তো উনার লোক ছিলেন, উনি কি সবার সাথে কথা বলেছিলেন, সবার সাথে হাত মিলায়েছিলেন? এরাই তো উনার হৃদয়ের আত্মীয় ছিলেন; এঁদের থেকে কে ছিল উনার ঘনিস্ট মানুষ?

৩০ লাখ মানুষ প্রাণ হারালেন, ৫ লাখ বাড়ী পোড়ায়ে দিল রাজাকার ও পাকিরা; আমাদের মেয়েদের উপর অত্যাচার করলো রাজাকার ও পাকিরা; ওদের কাছের মানুষ তো শেখ সাহেব, ওদের আশার মানুষ তো ছিলেন শেখ সাহেব; সবাই তো একটু অনার জন্য, বলার জন্য পথ চেয়েছিলো; কেন উনি কাজ শুরু করলেন, তাজুদ্দিন কি তা পারতো না?

রেসকোর্সে শেখ সাহেব কেঁদেছিলেন, ১০ লাখ যারা এসেছিলেন, এদের পরিবারের লোক প্রাণ হারায়েছিল, এদের ঘরবাড়ী ছিল না; সব দু:খ ভুলে শেখ সাহেবকে দেখতে এসেছিলেন বিরাট আশা নিয়ে; তাদের বিশ্বাস ছিলো শেখ সবই করবেন, যা হারায়েছে তা কিছু না। যারা দেশ চায়নি, তারা সেদিন রেসকোর্সে আসেনি, যারা যুদ্ধে যায়নি, তারা সেদিন রেসকোর্সে আসেনি।

সেদিন যারা রেসকোর্সে এসেছিলেন পরে তারা কিছুই পায়নি; যারা ৯ মাস পাকিদের আশেপাশে ছিল তারাই সবকিছু দখল করে নিয়েছে; শেখের লোকেরা আজও দরিদ্র। শেখ যদি ১২ তারিখে চাকুরী না নিয়ে ১ বছর ঘুরে ঘুরে দেশ দেখতেন, দেশবাসীর কথা শুনতেন, তিনি এক বিশাল বীরের জাতিকে আবিস্কার করতেন! যাক তা ঘটেনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।