সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কোনাবাড়িতে দুইটি ট্রাক, একটি মাইক্রোবাস ও দুইটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুইজন নিহত ও অন্ততঃ তিনজন আহত হয়েছেন। মাইক্রোবাস ও প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী প্রাইভেটকার চালক (ঢাকা মেট্টো: গ ২৭-২৮০৪) রুবেল জানান, 'আমার সামনের একটি গাড়ী ব্রেক করায় আমি কারটি ব্রেক করি।
এরপর আমার পিছনে পর পর দুটি ট্রাক এবং একটি মাইক্রো ও আরো একটি কার ধাক্কা লাগে। এতে মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরিত হয়। গাড়ি দু'টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে ।
বঙ্গবন্ধু সেতুর ভারপ্রাপ্ত কমকর্তা আমিনুল ইসলাম জানান, মাইক্রোবাস ও কার দুটি সম্পূর্ণ পুড়ে গেছে ও গাড়ী দু'টির চালকের আসন থেকে দুটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
নিহতদের তাত্ক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।