আমাদের কথা খুঁজে নিন

   

'মুড' বিড়ম্বনা!!

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন।। আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে

রিক্সাওয়ালাঃ কোন মুডে যাইতে চান মামা?? ঠান্ডা না ক্ষেপা??ঠান্ডায় গেলে চল্লিশ টাকা আর ক্ষেপায় গেলে ত্রিশ টাকা!!
আমিঃ কোন মুডে গেলে ভালো হবে মামা??
রিক্সাওয়ালাঃ রাস্তার হাল বেশী খারাপ মামা…ঠান্ডা মুডে গেলে আস্তে আস্তে গান শুনতে শুনতে যামু…মনে হইব হাইওয়েতে প্রাইভেট কারে কইরা যাইতেছেন!!
আমিঃ আর ক্ষেপা মুড??
রিক্সাওয়ালাঃ মামা রাস্তা খুবই খারাপ…ক্ষেপা মুডে গেলে উল্টাইয়া পইরাও যাইতে পারেন!!
আমিঃ (সাহসী ভাব দেখিয়ে) তোমার ক্ষেপা মুড দিয়েই যাব… চলো!!

(যাই হউক…রিক্সা ক্ষেপা মুডেই চলতে শুরু করল…কিন্তু কিছুক্ষন পর টের পেলাম আমি একবার রিক্সার সিট থেকে উপরে উঠছি আর নামছি…এমনিতে রাস্তা ভাঙ্গা…তার উপর উনি যে গতিতে রিক্সা চালাচ্ছেন তাতে মনে হচ্ছে আমি রিক্সা থেকে শুধু রাস্তায়ই পরব নাহ…সোজা খালে গিয়ে পরব!! কিছুক্ষন চলার পর নিরুপায় হয়ে রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বললাম)

আমিঃ আচ্ছা মামা, মুড পাল্টানো যাবে??
রিক্সাওয়ালাঃ (দাত কেলিয়ে) হ মামা!! একশ বার পারবেন!!
আমিঃ তাইলে মামা ঠান্ডা মুডেই চলো!!
রিক্সাওয়ালাঃ আইচ্ছা মামা!!
আমিঃ গান ছাড়!
রিক্সাওয়ালাঃ ছাড়তাছি মামা!

(ঠান্ডা মুডে রিক্সা চলছে এবার…যদিও গতি খুবই কম তারপরও ভালো লাগছে…রিক্সায় একটা গান বাজছে…যদিও এধরনের গান আমি শুনি না তবুও এই নির্জন রাতে খারাপ লাগছে নাহ…একটা সাইকেল পাশ কেটে যাচ্ছে…সাইকেলের দুটো চাকাতেই ছোটো ছোটো আলো…সাইকেলটা রিক্সাটাকে পেরিয়ে গেছে…তবুও আমি অবাক হয়ে পেছনে তাকিয়ে আছি…আচ্ছা সাইকেলওয়ালা কি জানে যে, সে এক অচেনা ছেলেকে অবাক করে দিয়েছে?? সাইকেলটা বেশ দূরে চলে গেছে…মনে হচ্ছে একটা আলো ছুটে যাচ্ছে.…হারিয়ে যাচ্ছে অন্ধকারে!!)

===================
ভালো কথা…এটা যে অটোরিক্সা তা টের পেয়েছি এটা থেকে নামার পর…আর হ্যা,বাসায় আসার পর রিক্সায় বাজা একটা গানের একটা লাইন মনে পড়ছে,

"সখী গো,তুমি আমায় বাইন্দা রাইখো বাতাস দিয়া"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।