আজ আমি আপনাদের সাথে একটু আলাদা ধরনের একটা টিউন শেয়ার করতে যাচ্ছি! এই ব্যাপারে আগে কোন টিউন হয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।
যাই হোক, মনে করুন রাতে আপনার প্রিয় মানুষটির সাথে সুন্দর আলাপে ব্যাস্ত, হটাৎই ব্যালান্স শেষ!
এখন কি হবে? আপনি ইচ্ছা করলে তাকে একটা টেক্সট করতে পারেন। ইন্টারনেট ঘাটাঘাটি করলে অনেক ফ্রি এস এম এস এর সাইটই পাওয়া যাবে। কিন্তু আপনি চাইলে একটু আলাদা ভাবে তাকে ম্যাসেজ করতে পারেন! মানে আপনি ম্যাসেজ করবেন আর সে পাবে একটি ভয়েস কল! আর আপনারই লেখা টেক্সটগুলা সে শুনতে পারবে!
কি, ব্যাপারটা মজার, না? আর এই ব্যাপারটা যদি হয় আনলিমিটেড এবং সম্পূর্ণ ফ্রি তাহলে অবশ্যই আরো ভালো! এই সার্ভিসটা দিয়ে আপনি বাংলাদেশ এর যে কোন মোবাইলে একটা টেক্সট টু ভয়েস কল দিতে পারবেন! আমি শুধু বাংলাদেশ এর কথাই বললাম, হু, সারা পৃথিবীর যে কোন নাম্বারেই পাঠতে পারবেন কল!!
আসুন আর দেরি না করে ব্যাপারটা কি সেটা দেখি।
প্রথমে আপনি এখানে যানঃ http://hellobd.ml
নিচে দেখুন রেজিস্টার লেখা আছে, সেখানে গিয়ে আপনার সঠিক তথ্য দিয়ে একটা একাউন্ট খুলে ফেলুন।
সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আপনার ই-মেইলে একটা এক্টিভিশন কোড সহ মেইল পাবেন।
সেখান থেকে কোডটি নিয়ে আপনি ওই সাইটে লগইন করেন, দেখবেন এক্টিভিশন কোড দিতে বলবে। সেখানে আপনার কোডটি দিয়ে সাবমিট করে একাউন্ট এক্টিভ করে ফেলুন!
এবার মেইন পেইজে দেখুন দুটা অপশন আছে, সেখানে টু তে আপনি যেই নাম্বারে কল দিতে চান সেই নাম্বার লিখুন। অবশ্যই কান্ট্রি কোড সহ দিবেন।
এবার আপনি যে কথাটুকু কল এর মাধ্যমে পাঁঠাতে চান সেটুকু টেক্সট হিসাবে লিখুন।
এবার “সেন্ড” বাটনে ক্লিক করুন। দেখুন সোজাসুজি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে ফোন চলে গেছে!
ভালো থাকবেন সবাই।
কস্ট করে পড়ার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।