বার্সেলোনার সামনে মৌসুমের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। কঠিন লড়াইয়ের জন্য কোচ জেরার্ডো মার্টিনো নিজের সেরা অস্ত্রগুলোতে ভালোই শান দিয়েছেন। লিওনেল মেসি ক্ষুধার্ত শার্দুলের মতোই মাঠে ফিরেছেন। নেইমারও সব সমস্যা কাটিয়ে মাঠে নামার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নতুন বছরের শুরুতে ইনজুরি মুক্ত ফিট বার্সেলোনাকেই পেয়েছেন মার্টিনো।
দুর্দান্ত বার্সেলোনা। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদও কি কম দুর্দান্ত! স্প্যানিশ লা লিগার জন্য কতদূর যেতে পারে, মৌসুমের শুরু থেকেই তো তার প্রমাণ দিয়ে চলেছে তারা। মৌসুমের অর্ধেক শেষ হলেও বার্সেলোনার সমান্তরালে এগিয়ে চলেছে তারাও। দুই দলের ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট সংগ্রহের বিষয়টি লা লিগায় এনে দিয়েছে চরম উত্তেজনা। আজ এ উত্তেজনা প্রশমনের রাত! ভিসেন্ট ক্যালডেরন স্টেডিয়ামে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা।
গোল ব্যবধানে এগিয়ে থেকে লা লিগার শীর্ষে বার্সেলোনার অবস্থান। কিন্তু লিওনেল মেসিদের ভালোই জানা আছে, শিরোপা জয়ের জন্য এটা নিরাপদ কোনো স্থান নয়। এর জন্য প্রয়োজন শক্ত একটা ভিত। মৌসুমের অর্ধেক শেষ হলেও এই ভিত্তি এখনো স্থাপন করতে পারেনি কাতালানরা। উল্টো ১৯৯৫-৯৬ মৌসুমের পর প্রথমবারের মতো লা লিগা জয়ের জন্য বরাবরই হুমকি হয়ে থাকছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
আজ ভিসেন্ট ক্যালডেরনে ড্র না হলে যে কোনো এক দল ৫২ পয়েন্ট নিয়ে উঠে যাবে এককভাবে শীর্ষে। কারা হতে যাচ্ছে এই সৌভাগ্যবান!
লিওনেল মেসি, নেইমার, সানচেজ, পেদ্রোরা দুর্দান্ত ফর্মে। বার্সেলোনার মাঝ মাঠ এবং রক্ষণভাগও ইনজুরি মুক্ত। সব মিলিয়ে সেরা একাদশই মাঠে নামাতে পারছেন কোচ মার্টিনো। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের রয়েছে দিয়েগো কস্তা এবং ডেভিড ভিয়ার মতো অস্ত্র।
তাছাড়া রাউল গার্সিয়া, দিয়েগো গডিনরাও ক্লাবকে উপহার দিয়ে চলেছেন দারুণ ফুটবল। কোচ সাইমন বার্সেলোনাকে হারানোর জন্য মৌসুম জুড়েই প্রস্তুতি নিয়েছেন। ভিসেন্ট ক্যালডেরনে চলতি মৌসুমে টানা ৯ ম্যাচ জিতেছে তার দল! নিজেদের আত্দবিশ্বাসটা জানান দিতেই দিয়েগো কস্তা বলছেন, 'মেসির তুলনা মেসিই। তার মাঠের বাইরে থাকাটা আমরা সবাই অনুভব করেছি। আমাদের বিপক্ষে মাঠে নামলে তা ভালোই হবে।
তবে অ্যাটলেটিকো মেসিকে থামানোর পদ্ধতি জানে। ' বার্সেলোনার প্রতি তো বটেই, লিওনেল মেসির জন্যও হুমকি হয়ে থাকল দিয়েগো কস্তার বাক্যগুলো।
বার্সেলোনার সর্বশেষ অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে গত মৌসুমে। ভিসেন্ট ক্যালডেরনে কাতালানরা জয় পেয়েছিল ২-১ গোলে। এরপর দুটি ম্যাচে মুখোমুখি হলেও কোনো দলই জয়ের স্বাদ পায়নি।
পরিসংখ্যানে অবশ্য বার্সেলোনাই এগিয়ে থাকছে। ২০০৪ সাল থেকে লা লিগায় দুই দলের লড়াইয়ে ১১ বার জয় পেয়েছে কাতালানরা। অ্যাটলেটিকো জয় পেয়েছে ৬ বার। তবে এই পরিসংখ্যান খুব বেশি কাজের নাও হতে পারে আজ। লা লিগায় দুই দলের সমান্তরাল গতি কিন্তু তাই বলছে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।