আমাদের কথা খুঁজে নিন

   

আ. লীগকে সর্থন জানিয়ে বিএনপির সমালোচনায় মস্কো

শুক্রবার দেয়া মস্কোর এক বিবৃতিতে ৫ জানুয়ারির নির্বাচন বয়কটের জন্য বিএনপির সমালোচনাও করা হয়েছে।     

বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তাকারী রাশিয়া বলেছে,দশম সংসদ নির্বাচনের মধ্যদিয়ে গঠিতব্য সরকারের সঙ্গে তারা কাজ করতে তৈরি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতি উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রায়াত্ত বার্তা সংস্থা ইতার-তাস বলেছে, তারা আশা করছে বাংলাদেশে সংবিধানের মধ্যে থেকে সরকার ও বিরোধী দল অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় সক্রিয় থাকবে।

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের বর্জনের মধ্যে ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়, যাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

বিরোধী দলের বয়কট এবং ভোটার উপস্থিতি কম থাকায় এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে মনে করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডার পাশাপাশি কমনওয়েলথও।   

অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত এই নির্বাচনে সমর্থন জানিয়ে বলেছে, বাংলাদেশের সংবিধান রক্ষার জন্য এর প্রয়োজন ছিল।

১৯৭১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে যখন স্বাধীনতার সংগ্রাম চলছিল, তখন মুক্তিকামী বাঙালির সংগ্রামে ভারতের পাশাপাশি সমর্থন নিয়ে এগিয়ে এসেছিল সোভিয়েত ইউনিয়ন। অন্যদিকে পাকিস্তানের পক্ষে অবস্থান ছিল যুক্তরাষ্ট্রের।  


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।