আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা... চির উন্নত মম শীর
আমার নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক সেটটার অবস্থা অতি খারাপ,
ফোন করা যায় না, ধরা যায় না, গান শোনা যায় না, ছবি তোলা যায় না,
পেসবুক যতটুকু যায় তাকে 'না'ই বলা যায়, আমি আমার ছাত্রকে বলিলাম,
আমিঃ
ভাই, তুই কি আমারে দুই মাসের ব্যাতন একসাথে দিবি (তুমি থেকে এখন তুই...), একটা মোবাইল কিনতাম...
ছাত্রঃ
মোটেও না, একটা টাকাও দিমু না তরে... (আপনি থেকে এখন তুই !!!)
তুই একটা হারামখোর... মাসে তিন দিন আইসা তুই পাঁচ হাজার টাকা লইয়া যাস...
টাকা কি বলদের পোন্দে...
আমিঃ
ছিঃ ছিঃ তোমার মুখের ভাষার কি অবস্থা !!!
ছাত্রঃ
তর সাথে থাইকা থাইকা এই অবস্থা... আমি এখন বাসায়ও গালি গালাজ করি,
আব্বু জিজ্ঞেস করলে বলি আরিফ ভাইয়া শিখাইসে...
আমিঃ
কি বল এইসব !!! আমি তোমারে গালি শিখাই !!!
বুঝসি তোর সাথে ভালো কথায় হবে না আজকে তোর কপালে মাইর আসে... স্কেলটা কই...
(স্কেল পাওয়া গেলো কিন্তু যতগুলা তার পিঠে পড়ল ততগুলা আমার পিঠেও...)
ছাত্রঃ
বাদ দেন... আপনার জন্য একটা সুয়েটার আসে... আম্মুকে বলসি ভাইয়া শীতবস্ত্রের অভাবে কষ্ট করতাসে...
আমিঃ
রাখ তোর সুয়েটার... টাকা দিবি কবে ক...
ছাত্রঃ
...দেখেন ভাইয়া, আব্বু এই মাসে গাড়ি কিনসে... হাতে টাকা নাই...
আমি বরং একটা কাজ করি দুই মাস পরে তো পরীক্ষা...
পরীক্ষা রেজাল্টের পর একসাথে দেই...
আমিঃ
ভাই... প্লিজ একটু দয়া কর... আমার একটা মোবাইল খুব দরকার...
ছাত্রঃ
পা ধরবেন ?
আপনি আমার পা ধরেন... আমি একটা ছবি তুলি তারপর বাসায়, ফেসবুকে দেখাই... তারপর দেখা যাবে...
আশা নাই... আমার এনড্রয়েড সেট কিনার স্বপ্ন নিদ্রায়ই থেকে যাবে...
নাকি শালার পা ধইরাই ফেল্মু... কি আসে যায়...
টেকা আছে তো সব কাছে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।