আমাদের কথা খুঁজে নিন

   

চুল পরীক্ষায় আপত্তি নেই বোল্টের

শুক্রবার আরজেআর স্পোর্টস ফাউন্ডেশন জাতীয় বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পঞ্চমবারের মতো নেয়ার পর নতুন পদ্ধিতি নিয়ে কথা বলেন ছয়টি অলিম্পিক সোনাজয়ী বোল্ট।

১০০ ও ২০০ মিটার রেকর্ডের অধিকারী বোল্ট বলেন, “বিষয়টা প্রথম আমি শুনলাম। তবে ক্রীড়া জগৎকে যেকোনো ভাবে মাদকমুক্ত করার বিষয়ে আমার কোনো আপত্তি নেই।”

“এটা নতুন একটা নিয়ম এবং ক্রীড়াক্ষেত্রকে মাদকমুক্ত করার ভালো একটা উপায়। তাই এটাকে আমি স্বাগত জানাই”, যোগ করেন ১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডের মালিক।

সম্প্রতি ব্রিটিশ পত্রিকা দি গার্ডিয়ানকে নতুন এ প্রযুক্তি সম্পর্কে ওয়াডার প্রধান ক্রেইগ রিডি জানান, রক্ত আর মুত্রের নমুনা পরীক্ষার পাশাপাশি চুলও পরীক্ষা করে দেখা হবে অ্যথলেটরা নিষিদ্ধ ড্রাগ নিয়েছে কিনা।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।