আমাদের কথা খুঁজে নিন

   

।। একজন দালালের স্বগোতোক্তি____শাফিক আফতাব ।।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

মাঠে আমি খাটিনা ধান পাট কাটিনা শার্ট প্যান্ট পড়ি
টেন্ডার বাগাই সারাদিন ঘুমাই বিদেশেতে পাঠাই লোক,
হাউজিং করি, ব্রাউজিং করি সাহেবের তোষামদি করি __
টাটকা টাকায় কিনি আমি ঢাকায় দামি নাকের নোলক।
চাকরি আমি করিনা, চাকরিটা দেই আমি সরকারি দল,
আশুলিয়াতে আছে টঙ্গিতে আছে আমার কটি যন্ত্রকল,
কালো টাকারে আমি সাদা বানাতে মেশিন কিনেছি ঘরে
সেই যন্ত্রে টাকা গুলো আমার ধবধবে ফর ফর করে।



কোনো কাজ নেই, অথচ আমি অনেক কাজের কাজী,
চাষারা দেয়, মাসারা আসে আবার ফাইল করাই পাড় __
বাস কোম্পানি, কয়লার খনি, আর ভেজালে যত গাজী,
আমার ভাগটা, আস্ত মালটা, আমার ছাড়া আর কার ?
আমি তাই ভাই খোলস বদলাই আমি তো সরকারি লোক
মানুষ আমাকে উপাধী দিয়েছে আমি লিকলিকে এক জোঁক।
১১.০১.২০১৪

[। । একজন দালালের স্বগোতোক্তি
শাফিক আফতাব ।

। ]




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।