আমাদের কথা খুঁজে নিন

   

উষ্ণতা




এখন আঁধারের কুহেলিকা
ঘণিভুত হয়ে সব স্মৃতিগুলো নড়ে চড়ে বসবে
কখনো নিদ্রাহীনতা
কখনো ঘুমের ঘোরে দুঃস্বপ্ন হয়ে পিছু নিবে
ঘাম দিয়ে ঘুম ভাঙাবে ।

বাস্তবতা অতটা বিষাদের নয়।
সময় অতটা অর্থহীন নয় ।

এই যে শীতার্ত মানুষেরা
লড়ছে দারিদ্র আর প্রতিকূলতার সঙ্গে
তাদের কিছুটা উষ্ণতা দেয়ার প্রচেষ্টা নেয়া যায়
তাতে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়।

প্রিয়তমা থাকুক সুখনিদ্রায় পরম নির্ভরতায়
ভালবাসার উষ্ণতা নিয়ে ;
আর আমি একাকিত্ব নিয়ে কবিতার ধূম্রজাল রচনায়
আঁধারের সময়কে ধূসর করে দিয়ে।

কবিতার আলোয় হোক রাতের আঁধারের প্রশমন
বিষন্নতা ছন্দ খুঁজে পাক আনন্দের অর্থময় জীবন।




 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।