মৌণ শব্দগুলো বীভৎস হৃষ্টতায় আপ্তমনের সাথে আপ্ততা করেছে...
আমার জানালায় হিমিকার অস্পষ্ট আঁধার নেমেছে। আমার কবিতারা সরব হয়ে মোহন্ত চেতনায় বই খুলে দেখছে। আমি চপল চোখে মেঠো পথের ধূলি হয়ে কৃষাণীর সাথী হয়ে ছুটছি। আমি বুড়োর পিঠের কলসির খেজুরের রস হয়ে সুপ্ত সুখ ছড়িয়ে প্রাণ ভরে হাসছি। আমি ধবল সারস হয়ে নগ্ন প্রান্তরের শীতল জলে পা ডুবিয়ে খেলছি। আমি বাতাস হয়ে সরিষার হলদে ফুলে দোলা দিয়ে ভেসে ভেসে উড়ছি। আমি পরিযায়ী পাখি হয়ে ডানা মেলে সায়রের চঞ্চল ঢেউয়ের বুকে নামছি। আমি সায়হ্নে কৃষাণীর কাঁধের লাঙ্গল হয়ে পায়ে ক্লান্তির ছাপ এঁকে নীড়ে ফিরছি।
১০০১১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।