কলকাতার সাউথ সিটি কলেজ। এই কলেজের মর্নিং শিফটের ছাত্রী বকুলরানি চট্টোপাধ্যায়। দ্বিতীয় বর্ষের বকুলরানি কাঁধে ব্যাগ ঝুলিয়ে ক্যাম্পাসে পা রাখতেই সবার নজর তার দিকে, কারো চোখে কৌতুহল, কেউবা আঙ্গুল তুলে পাশের জনকে দেখায়। কলেজের কেন্টিনেও আলোচনার বিষয় বকুলরানি। আর এর কারণ এই ছাত্রীর বয়স ৯২ বছর।
শহরের ৭৭/এ কাকুলিয়া রোডের বাসিন্দা বকুলরানি চট্টোপাধ্যায়। মাত্র ১২ বছর বয়সে পারিবারিকভাবে বিয়ে হয়ে যায় তার। বৈবাহিক সূত্রেই কলকাতায় বসবাস। পাঁচ ছেলে-মেয়েকে জন্ম দিয়েও তার মন থেকে পড়াশোনার অদম্য ইচ্ছাটা রয়ে গিয়েছিল। ছোট মেয়েকে স্কুলে ভর্তি করানোর সময় স্বামী তাকে ভর্তি করে দেন পাড়ার এক স্কুলে পঞ্চম শ্রেণিতে।
সেই থেকেই শুরু তার শিক্ষাজীবনের দ্বিতীয় অধ্যায়।
মাধ্যমিকে ৪৯ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিকের গণ্ডিও পার হন বকুলরানি। এরপর বড় মেয়ে মঞ্জুশ্রী মুখোপাধ্যায়ের সাহায্যে ভর্তি হন সাউথ সিটি কলেজে। অনার্স না পাওয়ায় মনটা খারাপ হলেও সেসব ঝেড়ে ফেলে চালিয়ে যাচ্ছেন পড়াশোনা। তার প্রিয় বিষয় ইংরেজি ও দর্শন।
বকুলরানি লক্ষ্য ইংরেজিতে এমএ পাশ করা। 'বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী' এমনই যার পণ, সেই মানুষটি ধাপে ধাপে তার ইপ্সিত গন্তব্যের দিকে এগিয়ে যাবেন এটাই সকলের প্রত্যাশা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।