কিং অ্যাডলফ ফ্রেডরিক ছিলেন সুইডেনের রাজা। ১৭৫১ থেকে ১৭৭১ পর্যন্ত তার শাসনামল বেশ ঘটনাবহুল ছিল। ১৭১০ সালে জন্মগ্রহণ করেন অ্যাডলফ ফ্রেডরিক খাবারের প্রতি অতি আকর্ষণের কারণে ইতিহাসবিদদের কাছেও বেশ ভিন্ন স্বাদে উপস্থাপিত হয়েছেন। তার বাবাও একজন শাসক ছিলেন। যুবক বয়স থেকেই তিনি রাজ্য সামলানোর দায়িত্ব খুব কাছ থেকেই দেখে এসেছেন।
সঙ্গত কারণেই তিনি রাজা হিসেবে শাসনভার গ্রহণ করেন। তার মৃত্যুর কারণ বেশ অবাক করে সবাইকে। বলে নেওয়া ভালো, এই সম্রাটের খাদ্যাভ্যাসও ছিল রাজকীয়। তাকে খাবার পরিবেশনে দায়িত্বে থাকা লোকেরা এতটাই ব্যস্ত থাকত যে দিনের অন্য কাজ করার সুযোগই মিলত না। তাকে খাবার পরিবেশনের জন্য প্রতি বেলায় আলাদা আলাদা করে কর্মচারীদের শিফট বদল করতে হতো।
প্রচুর পরিমাণে শ্যাম্পেইন, ক্যাভিয়ার, স্যুপ ছাড়াও তিনি অত্যধিক ধূমপান করতেন। এক রাতে ১৪ পদের অতিরিক্ত খাদ্যগ্রহণের কারণেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।