আমাদের কথা খুঁজে নিন

   

।। মৃদধ্বনি___ শাফিক আফতাব।।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

আজ অক্ষরবৃত্তের ভারি আবেগে থমথমে গাঢ় বেদনায় মনটা ভরে গেলো __
আজ তোমাকে কতদিন পর নিবিড় আর প্রগাঢ় করে মনে হলো __
আজ তোমাকে অনুভবে ঘন পুলকের ঘ্রাণে হৃদয়ের গহীনে পেলাম ;
বহুদিন পর, বহু বসন্তের বহু ফাগুনের আগুনে জ্বলে তোমার নিবিড় হলাম।

ঘন কুয়াসার ভেতরে আজ মেঘগুলো জমাট বেঁধেছে বেদনা ঝরাবে বলে __
সূর্যের হাসি নেই বলে আজ আকাশের মন খারাপ __
তুমি নেই বলে আজ আমার ভিতর অনেক বসন্তের ব্যথাতুর প্রলাপ ;
আমি, আকাশ আর মেঘ আজ সমার্থক শব্দের সারিতে খুঁজেফিরি আঁখিজলে।



মনের ছন্দ আজ উচ্ছল নৃত্য হয়, গভীর জলের বহতা নদীর মতোন ভারি __
অাজ আমার পায়ের ছন্দে পরাজিত মানুষের ধীরভঙ্গির হাঁটার তাল __
কোথায় কোন কালে কোন অরণ্যের গভীরে ছিলো আমার এক অভিসারী ?
কতকাল পরে আজ কেনো তা ভেসে এলো খনিজ আবিস্কারের ছলে।

আমি তো ভুলে গেছি, তবু কেনো দুঃখগুলো পিছু ডাকে ? চোখের জলে ভাসায় __
কতটুকু আর দিয়েছিলে, শুধু এতুটুকু স্পর্শে ? তাই আজ কাঁদায় হাসায় !!
১২.০১.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।