আমাদের কথা খুঁজে নিন

   

মালালা নিয়ে পেরেশান বাংগালীর প্রতি কিছু কথা-------

প্রথমতঃ আপনেরা অনেকেই মালালা ইউসুফজায়ীরে নিয়া অনেক মুভড ছিলেন। তার প্রতি সংহতি জানাইছিলেন। আমিও জানাইছিলাম। একটা বাচ্চা মাইয়া- সোয়াত ভ্যালির মোত একটা নরকে থাকেন। সেখানে কিছু পশুর গুলিতে আহত হইছিলেন।

তার প্রতি সংহতি জানাইতে সেকেন্ড থট দিতে হয় না। দ্বিতীয়তঃ যখন সেকেন্ড থট দেয়ার ফুসরত হইল তখন অনেকেই বুঝছিলেন, মালালা অনেকটাই পশ্চিমা মিডীয়ার সৃষ্টি। সে নয় বছর নয়স থেইকা বিবিসির জন্যে ব্লগিং করে। সোয়াত ভ্যালি বাংলাদেশের সবচাইতে পিছায়া পড়া গ্রামের চেয়েও বদ্ধ যায়গা। (যদিও এর ঐতিহ্য অনেক পুরানো।

) সেইখানে মাথার উপরে অনেক রথী মহারথী, পশ্চিমা সাম্রাজ্যবাদের পারপাজ সার্ভ করা লোক না রাইখা মালালার মালালা হওয়া সম্ভব ছিল না। একজন পাকিস্তানী জাতীয়তাবাদি তালেবানবিরোধী পাকিস্তানের খুব দর্কার। মালালা সে দরকার সার্ভ করেছেন। তৃতীয়তঃ আপনেরা যেমন জাতীয়তাবাদী, আপনারা আপনাদের জাতি রাষ্ট্র বাংলাদেশ কে ভালবাসেন। মালালাও তার দেশকে ভালবাসেন।

তার ভালবাসাকে আপনারা সম্মান না করলে অন্যে কেন আপনার ভালবাসাকে সম্মান করবে বইলা আপনারা আশা করেন? আমরা যেমন আমাদের ক্রিকেট দলকে ভালবাসি বইলা তাদের পাকিস্তানের নরকে যাইতে দিতে চাইনা। মালালাও তেমনই চায় তার দেশের সম্মান রক্ষা করতে। তার দেশপ্রেম প্রসংশার্হ। আমরা ক্ষুব্ধ কারণ তার দেশপ্রেম আমার দেশের বিপক্ষে গেছে। চতুর্থতঃ এখন মালালা আপনার দেশের বিরুদ্ধে খারাইছেন বইলা আপনারা তাকে গালাগালি করবেন তা তো হবেনা।

আমি লক্ষ করলাম তাকে আপনারা 'হোর' পর্যন্ত বলছেন !! আপনাদের ভালবাসা ও ঘৃণা এত ওজন ছাড়া কেন ? এত লাগাম ছাড়া কেন? ভাল বাইসা কাউরে চাঙ্গে তুলতে আপনেগো দেরি হয় না। আবার ঘেন্নায় তারে জিন্দা গোর দিতেও দেরি নাই। ভালবাসা ও ঘৃণার প্রচণ্ডতা সুস্থ্য বিচার বুদ্ধি লোপ করে। ভালবাসা অপ্রয়োজনিয় পক্ষপাত সৃষ্টি করছে মালালার প্রতি। ঘৃণাও উচ্চগুণ নয়।

এইটা তাদের ক্ষতগুলো তাজা রাখে, শুকাতে দেয় না। মালালারে নিয়া আপনারা ট্রমায় আক্রান্ত হইতেছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।