আমাদের কথা খুঁজে নিন

   

শপথ নিলেন নতুন সরকারের মন্ত্রীরা

বঙ্গভবনের দরবার হলে আজ রবিবার শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীরা।

আজ রবিবার বেলা দুপুর ৩টা ৩৭ মিনিটের দিকে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার শপথগ্রহণ শেষে তারা শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন ৪৮ জন। এদের মধ্যে নতুনরা ছাড়াও রয়েছেন নির্বাচনকালীন সরকারের মন্ত্রী, মহাজোট সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের আগের সরকারের বেশ ক’জন মন্ত্রীও। নির্বাচনকালীন সরকারে দায়িত্ব পালন করেছেন এমন মন্ত্রী-প্রতিমন্ত্রী ছাড়া নতুন সরকারের মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে স্থান পেয়েছেন ৩১ জন।

নির্বাচনকালীন সরকার, মহাজোট সরকার ও আওয়ামী লীগের আগের শাসনামলে দায়িত্ব পালন করা মন্ত্রী মিলিয়ে ৪৮ জন দশম জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করে রয়েছেন। এদের মধ্যে পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন ২৯ জন, প্রতিমন্ত্রী ১৭ জন এবং উপমন্ত্রী হয়েছেন ২ জন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।