যার লাগি ছুটে গেছি নির্দয় মসুদ চীনা তাতারের দলে, আর্ত কোলাহলে তুলিয়াছি দিকে দিকে বাধা বিঘ্ন ভয়- আজ মনে হয় পৃথিবীর সাঁজদীপে তার হাতে কোনোদিন জ্বলে নাই শিখা -শুধু শেষ নিশীথের ছায়া-কুহেলিকা শুধু মেরু-আকাশের নীহারিকা, তারা
অফিস থেকে ফিরে আসছি...দূরের নিয়ন আলো আরো স্পষ্ট হতে থাকে।ফুটপাথ ধরে হাঁটছি।এই পথ এত দীর্ঘ মনে হয়।সামনে পর আর যেন পথ নেই...পাওয়া না পাওয়া আর ব্যর্থতার গল্প ফুটে উঠছে....সামনে দীর্ঘ শূন্যতা...প্রতিদিন একই রকম নিজের ভেতর প্রতিদিন যুদ্ধ..প্রতিদিন ভালো থাকার অভিনয়। রাতের জানালায় হাস্নাহেনার সুবাস...এই সুগন্ধ এখন তীব্র যন্ত্রণা।চারিদিকে কেবল জীবিত থাকা মৃত শবদের সুবাস...।এই সময়টায় আমরা স্বপ্ন বুনছিলাম ঠিক এই সময়টাই....কথা ছিল একটা সময়ের যে সময় আমরা নিজের হাতে বানাব সেই সময় আজ আমাদের বন্দী করে ফেলেছে সুনিপুন জালে।অপমান আর যন্ত্রণা একই সাথে লেখা হচ্ছে সময়ের গায়ে আর আমি হাঁটছি....ভালোবাসা নামে চারটা শব্দের ভেতর আমি হাঁটছি তো হাঁটছি.....এই পথের গন্তব্য কোন কালই আর আসেনা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।