আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি।
এরশাদ ফ্যাক্ট
ওরে সবুজ, ওরে আমার চাচা,
দুই বুবুরে ভালই দিলি নাঁচা।
ডিজ্যুস কন্যা ফ্যাক্ট
ছেলেদের জিন্স, শার্ট
নিলে সবই কাড়ি,
সেভটাও করো শুরু
উঠবে গোফ আর দাড়ি।
সেলিব্রেটি ব্লগার ফ্যাক্ট
মাল্টি দিয়া লাইকাই
নিজ নিজ পোস্টে,
লাইকটা যে কম পেলে
মরি খুব কষ্টে।
ছাইয়া ফ্যাক্ট
ছাইয়া তুমি ফাঁদটি পেতে
ভাঙছো শত মন,
দেখবে হঠ্যাৎ চেকিং করে
আসল জিনিস GONE
বিলাইপ্রেমী ফ্যাক্ট
আমার মিয়াও সবচে কিউট
এত্তোগুলা শিশু,
বাকি বিলাই আস্তো খবিস
সোফায় করে হিসু
কী-বোর্ড ফ্যাক্ট
নাম, ট্যাব, ফাংশন
প্রেস করি ধীরে,
এন্টারে এলে পরে
বল যায় বেড়ে ।
পুনশ্চঃ অনুকাব্যগুলি অনুর্বর মস্তিস্কের আউটপুট মাত্র এবং কাকতালীয়ভাবে কারো কারো জীবনের সাথে মিলে যেতেই পারে। তাই বলে দুঃখ পাওয়ার কিছু নেই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।