স্মার্টওয়াচ: পিবল স্টিল
আপনার স্মার্টফোনটি হারিয়ে গেলে কি করবেন? এমন প্রশ্নে অনেকেই হয়তো বলবেন, প্রথমে চারপাশে খুঁজে না পেলে কারও মোবাইল থেকে ফোন দিলেই মোবাইলফোনের রিংটোন বেড়ে উঠবে। অবশ্য আইওএস ডিভাইস মালিকদের অনেকেই তাদের আইফোন বা আইপ্যাড ট্র্যাক করতে পারেন ম্যাপে। তবে বিষয়টি আরো সহজ করতে পিবল এনেছে স্মার্টওয়াচ। এতে ফোন খুঁজে না পেলে পিবল স্মার্টওয়াচ থেকেই ফোন করা যাবে আপনার স্মার্টফোনে।
কিকস্টার্টারের মাধ্যমে অর্থসংগ্রহ করে ২০১৩ সালে স্মার্ট ওয়াচ তৈরি করে পিবল।
সিইএস ২০১৪তে পিবল দেখিয়েছে ওই স্মার্টওয়াচ। ইতোমধ্যে পিবল স্মার্টওয়াচের জন্য অনলাইনে অর্ডার নেওয়া শুরু হয়েছে। প্রতিটি পিবল স্মার্টওয়াচের দাম নির্ধারণ করা হয়েছে ২৫০ ডলার। ঘড়িটিতে স্টেইনলেস স্টিল বা চামড়ার বেল্ট থাকবে বলে জানিয়েছে পিবল।
পিবল অ্যাপস ব্যবহার করে স্টক মার্কেটের শেয়ার আপডেট, মিউজিক সার্ভিস, খেলার স্কোর জানা যাবে।
এ ছাড়া পিবল অ্যাপ স্টোর থেকে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যাবে।
ফিটনেস ট্র্যাকার: গ্যারমিন
ফিটনেস ট্র্যাকার নির্মাতা ভিভোফিট প্রদর্শন করেছে গ্যারমিন নামের দৈনন্দিন কর্মতালিকা ট্র্যাক করার ডিভাইস। ডিভাইসটি ব্যবহার করে আপনি দিনে কতদূর পথ হেঁটেছেন বা কতক্ষণ সময় ব্যায়াম করেছেন তা জানা যাবে। এ ছাড়া আপনার হার্টবিটের খবরও জানাবে গ্যারমিন। পনিরোধী ডিভাইসটির মূল্য ১৩০ ডলার।
গ্যারমিন হচ্ছে হাতে পরিধানযোগ্য ব্রেসলেট। বিভিন্ন রং ও ডিজাইনে ওই ডিভাইসটির বাজারজাত শুরু করেছে ভিভোটেক।
স্মার্ট ইয়ারবাডস আনলো ইনটেল
চিপ নির্মাতা ইনটেল এনেছে স্মার্ট ইয়ারবাডস। ওই স্মার্ট ইয়ারবাডে ফিটনেস ট্র্যাকারের মতো বিভিন্ন অপশন রয়েছে। ডিভাইসটি আদতে একটি হেডফোন।
এতে হেডফোনের কেবলের মাধ্যমেই স্মার্টফোনের পর্দায় ব্যবহারকারীর হৃদস্পন্দনের হার ও প্রতিদিন শরীর থেকে কতুটুকু ক্যালোরি খরচ হয় সে হিসাবটি দেখা যাবে।
স্মার্ট জুয়েলারি (সিএসআর ব্লুটুথ জুয়েলারি)
গলার হারে ঝুলানো লকেটে যদি ব্লুটুথ থাকে তবে মন্দ না! গয়নাতে মাইক্রোপ্রসেসরযুক্ত করে স্মার্ট জুয়েলারি এনেছে তারহীন প্রযুক্তিপণ্য নির্মাতা সিএসআর। ওই ডিভাইস ব্যবহার করে বেশি সুবিধা পাবেন আইওএস ব্যবহারকারীরা। আইফোনে কোনো ইমেইল বা টেক্সট এলে নেকলেসে সংযুক্ত ব্লুটুথের মাধ্যমে নটিফিকেশন পাঠাবে স্মার্ট জুয়েলারি।
স্মার্ট গ্লাস: মভিরিও বিটি-২০০
যদিও এপসন প্রিন্টার নির্মাতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত, সিইএস ২০১৪তে মভিরিও বিটি-২০০ নামে স্মার্ট গ্লাস দেখিয়েছে এপসন।
ডিভাইসটি ব্যবহার করে ছবি তোলা, ভিডিও দেখা, গান শোনাও গেইম খেলা যাবে। এটি চলবে অ্যান্ড্রয়েড ৪.৪ অপারেটিং সিস্টেমে।
এতে রয়েছে ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর ও এক জিবি র্যাম। সঙ্গে থাকছে ৮ জিবি বিল্টইন মেমরি। এছাড়া ৩২ জিবি মাইক্রোএসডি এক্সটারনাল মেমরি কার্ড যুক্ত করা যাবে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়কসাময়িকী পিসি অ্যাডভাইজর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।