বেরার্দির রোববারের কৃতিত্বটি অনন্য। সেরি আর ৮৫ বছরের ইতিহাসে এসি মিলানের বিপক্ষে কেউ এক ম্যাচে চার গোল করতে পারেনি। সাত বারের ইউরোপ চ্যাম্পিয়ন মিলানের ভীষণ হতাশাজনক মৌসুমে আরেকটি অধ্যায় যোগ করলেন বেরার্দি।
ম্যাচের ১৩ মিনিটের মধ্যে রবিনিয়ো ও মারিও বালেতোল্লির গোলে ২-০ গোলে এগিয়ে যায় মিলান। এর পর ১৫ ও ২৮ মিনিটে দুই গোল করে সমতা ফেরানোর পর ৪১ মিনিটে হ্যাটট্রিক করে দলকে এগিয়ে নেন বেরার্দি।
দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় চতুর্থ গোল করেন বেরার্দি। দুই গোলে পিছিয়ে পড়ার পর স্বাগতিকদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে মিলান। দ্বিতীয়ার্ধে মিলানের অভিষিক্ত জাপানের তারকা খেলোয়াড় কেইসুকি হোন্ডার শট বারে লেগে ব্যর্থ হলে হতাশ হতে হয় মিলানকে।
সব মিলিয়ে মিলানের তিনটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় বারে লেগে। ৮৬ মিনিটে রিকার্দো মন্তেলিভো একটি গোল পরিশোধ করে আশা জাগালেও সমতাসূচক গোলটি আর পায়নি অতিথিরা।
বিশ্ববিদ্যালয়ে ভাইয়ের কাছে বেড়াতে এসে এক ফুটবল ম্যাচ খেলার সময় সাস্সুয়োলোর যুব কোচের নজরে পড়েন বেরার্দি। ২০১২ সালে পেশাদার ফুটবলার হিসেবে যাত্রা শুরুর পর গত মৌসুমে প্রথমবারের মতো সাস্সুয়োলোকে সেরি বি থেকে শীর্ষ লিগে উঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তরুণ স্ট্রাইকার।
মিলান এবার এমন একটি দলের কাছে হারলো, যারা লিগে শেষ পাঁচ ম্যাচে কোনো গোল পায়নি। ১৯ খেলায় ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১১ নম্বরে থাকা মিলানের কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির ভবিষ্যত নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
ক’দিন আগেই মিলান কোচ জানিয়েছিলেন, এই মৌসুম শেষেই দল ছাড়বেন তিনি।
এ হারের পর আল্লেগ্রি সাংবাদিকদের বলেন, “আমার পদত্যাগ করার কোনো ইচ্ছে নেই। করতে হলে, আরো আগেই করতাম। ক্লাব নিজের মতো করে বিবেচনা করতে পারে, তবে এই হারের জন্য আমার দায় আমি নিচ্ছি। ”
তবে মিলান সভাপতি সিলভিও বার্লুসকোনির মেয়ে ও ক্লাব পরিচালক বারবারা বার্লুসকোনির মন্তব্যে রয়েছে কোচকে মৌসুমের শেষ পর্যন্ত সময় না দেয়ার ইঙ্গিত।
“এটা ছিল ভীষণ হতাশাজনক সন্ধ্যা, যা নিশ্চিত করেছে পরিবর্তন অনিবার্য।
”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।