সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই আদেশ দেন।
আসামি মো. আব্দুল মজিদ বিশ্বাস সাতক্ষীরা সদরের শিয়ালডাঙা ইউনিয়নের চেয়ারম্যান।
আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ ওহাব। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ ও সহকারি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, আব্দুল মজিদ জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
গাজী মো. মামুনুর রশিদ বলেন, “গাছ লাগানোর শর্তে তাকে জামিন দেয়া হয়েছে। জামিনের মেয়াদে গাছ না লাগালে জামিনের মেয়াদ আর বাড়ানো হবে না। ”
আদালত আদেশে আসামিকে ছয় মাসের জামিন দেয়ার পাশপাশি সংশ্লিষ্ট এলাকায় ৫০টি মেহগনি ও সেগুন গাছ লাগানোর নির্দেশ দেয়।
গাছ লাগানোর পর হলফনামার মাধ্যমে বিষয়টি আদালতকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে তাকে। আর গাছ লাগানোর নির্দেশনা প্রতিপালন হচ্ছে কি-না সাতক্ষীরা সদর থানার ওসিকে তা জানাতে বলেছে আদালত।
গত বছরের ৮ মার্চ মজিদসহ ২২ জনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় এ মামলা করা হয়। এরপর ৯ সেপ্টেম্বর গ্রেপ্তার হন মজিদ।
মামলার বাদি সাতক্ষীরা জেলা পরিষদের সার্ভেয়ার মো. হাসানুজ্জামান এজাহারে বলেন, আসামিরা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে গত ৩ ও ৪ মার্চ মানুষের পথরোধ করে ক্ষতিসাধন করা, চুরিতে সহায়তা ও অর্ন্তঘাতমূলক কাজ করেছেন।
সেদিন আবাদের হাট থেকে রাজাপুর পর্যন্ত রাস্তার দুই পাশে সাতটি মেহগনি, করই বাবলা, রেইনট্রি গাছ কেটে অবরোধ দেয়া হয়, যেসব গাছের মূল্য আনুমানিক ৪ হাজার টাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।