আমাদের কথা খুঁজে নিন

   

।। প্রিয় দুঃখগুলো আমি ফিরে পেয়েছি____শাফিক আফতাব ।।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

আমার হারানো দুঃখগুলো আমি ফিরে পেয়েছি, গতরাতের বাতাসের লাস্টটিপে,
আমার আনন্দগুলো আমি ফিরে পেয়েছি গতকালের সকাল দশটার ট্রেনে,
আমি মানুষকে ভালোবেসে বেসে যে দুঃখগুলো পেয়েছিলাম,
আমি ন্যায় আর নীতির কাছে পরাজিত হয়ে যে দুঃখগুলো পেয়েছিলাম,
আমি মানবতার কাছে হার মেনে যে দুঃখগুলো পেয়েছিলাম, গতকালের শেষরাতের বাতাসে
আমি তা ফিরে পেয়েছি।

তোমাকে ভালোবেসে বেসে আমি নির্জনে যে দুঃখের গহীন নদী রচনা করেছিলাম,
তোমাকে গোলাপ দিতে গিয়ে কাঁটার আঘাত আমাকে যতটুকু বিদ্ধ হতে হয়েছিলো,
মুখোশপড়া মানুষকে দেবতার আসন দিতে গিয়ে অামি ভুল করে যে দুঃখ পেয়েছিলাম,
গতরাতের বাতাসে আমি ফিরে পেয়েছি।



এতদিন এই দুঃখগুলো আমি ভুলে ছিলাম,
আমি আপাত সুখের গভীরে ডুবে বিলাসের মগ্নতায় নিজকে সঁপে দিয়েছিলাম,
আমি সুখ আর স্বাচ্ছন্দ্যের আনন্দে গা ভাসিয়ে দিয়েছিলাম পুলকের তয়োধিতে,
আমি গতকালের ফ্লাইটে গাইড বাঁধা দুঃখগুলো স্বর্ণমুদ্রার মতোন বিদেশী চালানে ফিরে পেয়েছি,

আমার আর কোনো দুঃখ নেই
এই প্রিয় দুঃখগুলো নিয়ে অবশিষ্ট দিনগুলো আমি অনায়াসে বাঁচতে পারবো
দুঃখ গলে গলে যে আনন্দরস জমবে হৃদয়ের মালসায়, তাই নিয়ে বেশ বাঁচতে পারবো
জীবনের বাকিগুলো দিন.............
১৩.০১.২০১৪

। । প্রিয় দুঃখগুলো আমি ফিরে পেয়েছি
শাফিক আফতাব । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।