আমাদের কথা খুঁজে নিন

   

টুকু-বাবু-জুয়েল ফের রিমান্ডে

ঢাকার পৃথক দুই মহানগর হাকিম আলমগীর কবীর রাজ ও মাহবুবুর রহমান সোমবার তাদের রিমান্ডের আদেশ দেন।

এর মধ্যে রমনা ও মতিঝিল থানার চার মামলায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বাবু ও জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড দিয়েছে আদালত।

একই আদেশে ঢাকা উত্তরের (ছাত্রদল) সভাপতি শরিফউদ্দিন জুয়েলেকেও আট দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

আর মতিঝিল থানার দুই মামলায় টুকুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আসামিদের অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিমান্ড আবেদন বাতিল চাওয়া হলে শুনানি শেষে তা নাকচ করেন বিচারক।

আসামিদের পরিকল্পনায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ দেয়ার ঘটনা ঘটেছে বলে রমনা থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে।

আর গত বছরের ৫ মে হেফাজতের মহাসমাবেশের দিন আসামিদের পরিকল্পনায় মতিঝিল এলাকায় পুলিশের কর্তৃব্যকাজে বাধা, গাড়ি ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ দেয়ার ঘটনা ঘটেছে বলে মতিঝিল থানায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।