আমাদের কথা খুঁজে নিন

   

বীরেন-জয়ের অভিষেক

মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রবিবার বিকালে। আর অফিসে বসলেন সোমবার সকালেই। হ্যাঁ, নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয় মন্ত্রিত্ব পেয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে গতকালই প্রথম অফিসে আসেন। অর্থাৎ বীরেন ও জয়ের অভিষেক ঘটল সোমবারই। প্রথম দিন হলেও দীর্ঘক্ষণ অফিসে সময় কাটিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

মাগুরা-২ আসনে টানা তিনবার সংসদ সদস্য হলেও এবারই প্রথম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বীরেন শিকদার। ক্রীড়াঙ্গনে অপরিচিত মুখ হলেও দলে রয়েছে তার ব্যাপক পরিচিতি। একজন অভিজ্ঞ ও সৎ রাজনীতিবিদ হওয়াতে অনেকে আশা করছেন বিরেনের নেতৃত্বে ক্রীড়াঙ্গন বিরাজমান সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। গতকাল বিকাল পাঁচটায় যখন ফোন করা হয় তখনও তিনি অফিসে সহকর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। বললেন, নতুন দায়িত্ব পেলাম মন্ত্রণালয়ের।

অনেককেই জানি না। তারাও আমাকে চেনেন না। সুতরাং প্রথম দিনটা পরিচয় ও শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত থাকতে হয়েছে।

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে টার্গেট কি? বীরেন বলেন, মাত্র তো বসলাম তাই লক্ষ্য কি কি হতে পারে হুট করে বলা সম্ভব নয়। আমার জানা মতে আমাদের দেশে অনেক ফেডারেশন রয়েছে।

এর মান উন্নয়নে অবশ্যই পরিকল্পনার প্রয়োজন। আমি নতুন এসেছি, তাই মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ, ফেডারেশন বা খেলোয়াড়দের সঙ্গেও এ ব্যাপারে আলোচনার প্রয়োজন রয়েছে। এরপর না হয়, লক্ষ্য বা পরিকল্পনা বিষয়ে মুখ খোলা যাবে। বীরেন বলেন, ক্রীড়ার দায়িত্বে আমি একা নয়। দেশের নামকরা ফুটবলার জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় উপমন্ত্রী হয়েছেন।

গতকাল তিনিও মন্ত্রণালয়ে আসেন। আমরা এক সঙ্গে কিছুক্ষণের জন্য আলোচনা করেছি। ক্রীড়াঙ্গনে যা করব দু'জনা আলোচনা করে এগুবো। তবে দায়িত্ব পেয়ে প্রথম দিনে একটাই কথা বলতে পারি আমার ও জয়ের মূল লক্ষ্য হবে ক্রীড়ার উন্নয়নই। সরকার যখন দায়িত্ব দিয়েছে তখন এখান থেকে পিছু হটা যাবে না।

আর জয়কে সঙ্গী হিসেবে পাওয়াতে ভালোই হয়েছে। প্রকৃত ক্রীড়াঙ্গনের লোক হওয়াতে তার কাছ থেকেই অনেক সহযোগিতা পাওয়া যাবে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।