আমাদের কথা খুঁজে নিন

   

বাড়ীবসে আউটসোর্সিং শিখতে চাই। আমি কি ভাবে বাড়ীতে বসে ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন বা ফ্রী-ল্যান্সিং করার কাজ শিখতে পাব?



বাড়ীবসে আউটসোর্সিং শিখতে চাই। আমি কি ভাবে বাড়ীতে বসে ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন বা ফ্রী-ল্যান্সিং করার কাজ শিখতে পাব?

-প্রশ্নটা ভুল হত, যদি এমন হত- আমি ফ্রী-ল্যান্সিং শিখতে চাই... একে-বারে যে ভুল, তা না। তবে কাজ জানলে তবেই তো শুরু করবেন।

কাজ শেখার সবচেয়ে আদর্শ সিস্টেম হল আমার গুগল মামা। ব্যাপারটা এ রকম - যা চাই তাই পাই।

আই মিন, আলাদিনের চ্যারাগ। মামার কাছে কাজ শিখতে হলে আওবশ্যই ইংরেজীটা ভালো জানতে হবে । আর বাংলায় অনেক কিছু জানতে blog তো আছেই।

তবে যারা ফ্রী-ল্যান্সিং করেন, এখন থেকে তাদের কাছে আপনি কাজ শিখতে পাবেন। তাও আবার ঘরে বসেই এবং সরাসরি।

এটা ই-ল্যার্নিং সিস্টেম।

তবে শর্ত হল-

- ফার্স্ট লার্নার

-ভালো নেট সংযোগ

যে সব বিষয় এ কাজ শিখতে পাবেন-

--প্রত্যেক কোর্সে আপনি কি ভাবে ফ্রী-ল্যান্সিং শুরু করবেন এবং আপনাকে কি কি করতে হবে তা জানতে পারবেন--

-Web-Development

-Graphics Design

-Online marketing

-Microsoft-office

কোর্স শেষে আবশ্যই ইনশা-আল্লাহ আপনি কাজ পাবেন এবং ঘরে বসেই অর্থ উপার্জন করতে পাবেন।

তাছাড়া , কোর্সশেষে আপনি যে কোন হেল্পিং সাপোর্ট পাবেন।
Click here

আপনি এখানে আরো জানতে পাবেন , কিভাবে ফ্রী-ল্যান্সিং শুরু করবেন। ।



কভারলেটার, ফ্রী-ল্যান্সিক বিষয়ক টিপস।

আশা করি সকলের কাজে দিবে।

ধন্যবাদ...

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।