আমাদের কথা খুঁজে নিন

   

রুট করুন আপনার Walton এবং symphony smart phone এর সকল মডেল (android 2.3-4.2)

আসসালামুওয়ালাইকুম । প্রথমেই আল্লাহর নামে শুরু করছি । আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন । অনেক দিন পর TT তে টিউন লিখছি। রুট নিয়ে অনেক টিউন আছে কেউ কেউ উপকৃত হয়েছেন কারো আবার পশ্চাৎদেহের গহিন ছৃদ্রে গেছে আছোলা বাঁশ।

তাই যে রুলে করবেন বেকআপ নিয়ে তার পর করেন। আসলে রুট কী? মোবাইল রুট করলে কি কি সুবিধা পাওয়া যায়? এসব প্রশ্নের সহজ উত্তর----
রুট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর
বা প্রশাসক ,একটি পারমিশন বা অনুমতি। এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন।

অনেকই Walton এবং symphony smart phone use করেন। অনেকেই রুট করতে চান কিভাবে রুট করতে হয় জানেন না।

আজকের টিউনটি তাদের জন্যই । তো চলুন রুট টিউটোরিয়াল শুরু করি ।
প্রথমে আপনার ফোনের স্টক রমের বেকআপ নিয়ে নিন । or ফোনের frimware মডেল অনুজাই নামিয়ে নিন।
1st Method .....প্রথমে Bin4ry-v22.1 Download এই লিংক থেকে ডাউনলোড করে নিন.
আপনার ফোনের settings এ যান ।


এখন Developer options এ যান ।
USB debugging enable করুন । আবর settings থেকে security > unknown sources এ টিক থাকলে তুলে দিন ।
এখন আপনার ফোনটি USB cable দিয়ে PCর সাথে connect করুন ।
এখন উপরের notification bar থেকে Connected as USB Storage এ টেপ করুন।


এখানে USB storage এ টিক দেয়া থাকে । এটা তুলে Media device এ টিক দিন । আর usb driver pc or laptop a full show না করলে download use drive
এখন Bin4ry -v22.1.zip ফাইলটা Extract করুন এবং RunMe.bat নামের ফাইল টা open করুন ।
ফাইলটা open হলে নিচের চিত্রের মত কাজ করতে থাকুন ।

ফাইলটি open হলে Make a choice: লেখাটায় কোন সংখ্যা থাকবে না ।

এখানে 1 চাপতে হবে এবং enter দিবেন । আর আপনার ফোনের ডান দিকে নিচে Restore বাটন দেখবেন । Restore বাটনে চাপুন । তাহলে নিচের চিত্রের মত দেখা যাবে ।

Restore হলে একটু সময় দিন


এবার Press any key to continue... লেখা আসলে enter বা যেকোন key তে চাপ দিন।

এই পর্যন্ত আসতে আপনার ফোনটি ২,৩ বার restart নিবে । Ok! আপনার ফোনটি রুট হয়ে গেছে । আপনার ফোন যে রুট হয়েছে কিভাবে বুঝবেন ?
আপনি দেখবেন আপনার ফোনে SuperSU নামে একটা app যোগ হয়েছে ।
2nd Method only walton F1,G1,R1 and Symphony Explorer W60
প্রথমে এটি downloadকরুন।
একই ভাবে Developer options>USB debugging
than download করা file extract করুন এবং TPSparkyRoot.bat নামের ফাইল টা open করুন এবং নিচের চিত্রের মত অনুসরন করুন


এবার Press any key to continue... লেখা আসলে enter. Now use and enjoy
3rd Method just 5min প্রথমে এটিdownlod only 22mb করুন
এর পর downlod file টা pc or laptop এ instel করুন।

instel হয়ে গেলে এটি 2click করে open করুন ।
তারপর......settings থেকে security > unknown sources এ টিক থাকলে তুলে দিন ।
Settings>Developer option>USB debugging করার সাথে Kingo Android ROOT soft টা আপনার mobile এর system ভেরিফাই করে ROOT option দিবে ROOT এ click করলে ব্যাস হয়ে গেল।
সবাইকে ধন্যবাদ

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।