بسم الله الرحمن الرحيم -الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين، وعلى آله وصحبه أجمعين، وعلى من تبعهم بإحسان إلى يوم الدين
বড় বিচিত্র ও রহস্যময় পৃথিবীতে আশ্চর্যজনক হলেও এটিই সত্যি যে, বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্রটির জনসংখ্যা মাত্র ৩ জন। ছোট্ট এ রাষ্ট্রটির নাম Principality of Sealand । এটির অবস্থান ইংল্যান্ডের উত্তর সাগরের একটি অংশে । রাষ্ট্রটির আয়তন ৫৫০ স্কয়ার মিটার। এখানে আলাদা পতাকা, মুদ্রা, পাসপোর্ট সব কিছুই রয়েছে।
তবে আন্তর্জাতিকভাবে রাষ্ট্রটির স্বীকৃতি পেয়েছে কিনা তা জানা যায়নি।
জায়গাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। ১৯৬৭ সালে ব্রিটিশ নাগরিক Major Paddy Roy Bates এবং তার পরিবার এই জায়গাটির সত্ত্বাধিকারী হন। তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। অন্য কোন স্বাধীন রাষ্ট্র এটিকে সার্বভৌমত্ব দেয়নি বা নিজেদের অঙ্গ রাষ্ট্র হিসেবেও ভূষিত করেনি।
কিন্তু জামার্নী তাদের সার্বভৌমত্ব দিয়েছে বলে Bates দাবি করেন।
স্প্যানিশ প্রোপার্টি ফার্ম InmoNaranja এটিকে মাইক্রো রাষ্ট্র হিসেবে অন্তর্ভূক্ত করেছে। খুবই স্বল্প জায়গা নিয়ে এই রাষ্ট্রের অবস্থান। মোট জনসংখ্যার তিনজনই Bates পরিবারের সদস্য এবং যথাক্রমে তারা এই রাজ্যের রাজা, রাণী এবং রাজপুত্র।
এক নজরে রাষ্ট্রটি:
রাজধানী : Fort Roughs HM
স্থাপিত হয় : ২রা সেপ্টেম্বর ১৯৬৭ সাল।
জনসংখ্যা : ০৩ জন।
আয়তন : ৫৫০ স্কয়ার মিটার।
ভাষা : ইংরেজি
মুদ্রা : Sea land Dollar
ছুত্র
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।