আমাদের কথা খুঁজে নিন

   

১- অভাবনীয় আবিষ্কার

 

জীবনের উপভোগের তালিকায় প্রথমেই এসেছে অভাবনীয় কিছু আবিষ্কারের কথা। মানুষ প্রাপ্তির দিকে ঝুঁকে বেশি। কিন্তু জীবনের সবচেয়ে প্রাপ্তি পৃথিবীর জন্য ভালো কিছু করে যাওয়া। এ বিষয়ে দ্বিমত নেই কারও। পৃথিবীতে মানুষের সভ্যতার বিকাশে আবিষ্কারের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

জ্ঞানী ও গুণীদের চোখে দেখা স্বপ্নের বাস্তবায়ন এসেছে আবিষ্কারের নেশার হাত ধরেই। একেকটি আবিষ্কার যেন পাল্টে দিয়েছে পুরো দুনিয়া। মানুষ তার স্বপ্নকে ছুঁয়ে দেখেছে এমন সব আবিষ্কার করাই স্বপ্নকে ছুঁয়ে দেখার সাধ মিটিয়ে দেয়। এই ক্ষুদ্র জীবনের মহা-মানবের খ্যাতি ও মর্যাদার দিকে তাকালে সেই সত্যটাই উপলব্ধি করা যায়। এই জীবনকে অর্থবহ ও অমর করতে তাই মঙ্গলজনক কিছু আবিষ্কারই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাপ্তি।

স্বপ্নকে বাস্তবে নামিয়ে আনার চেয়ে আনন্দের আর কিছু নেই। আবিষ্কার দিয়ে মনের খোরাক মেটাতে মানুষ সারাটি জীবন সাধনা করে যায়। কেউ সামাজিক প্রতিষ্ঠা পেতে, কেউ ধন-সম্পদ অর্জন করতে আবার কেউ পৃথিবীর জন্য কল্যাণকর আবিষ্কারের জন্য প্রাণপাত করতেও দ্বিধা বোধ করে না। সে হিসেবে আবিষ্কারই এগিয়ে থাকে কালের খেয়াযাত্রায়।

এক সময় যা অবাস্তব বলে প্রতীয়মাণ ছিল সেটাই বাস্তবে করে দেখিয়েছেন আবিষ্কারকরা।

এ কারণেই পার্থিব জীবনে অভাবনীয় আবিষ্কারই দিতে পারে একজন মানুষকে সর্বোচ্চ তৃপ্তি। জীবনকে উপভোগের জন্য এমন কিছু আবিষ্কার করতে পারায় মনের সাধ মেটানোর ও জীবনকে উপভোগের সেরা দশের তালিকায় রয়েছে সবার উপরে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।