আমাদের কথা খুঁজে নিন

   

আজ কেন ভাসানীর মূল্য নাই

মম অন্তর করো প্রসারিত , হৃদয় করো মোর উচ্ছ্বসিত , মনকে করো সুসমমণ্ডিত বাংলাদেশ এর ইতিহাসে যে মহাপুরুষ শুধু ন্যায় ও মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছেন তাদের মধ্যে মাওলানা ভাসানী নিঃসন্দেহে একজন। হয়তো বর্তমান অপ-রাজনীতিতে যারা বিশ্বাসী তারা এটা স্বীকার করবেন না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল তার নামে একটা জাদুঘর হলেও তাতে রাখার মত তেমন কিছু নেই। চীন সরকারের দেয়া কাপড়,কম্বল, নিজের থালা,বাসন,টেবিল,চেয়ার,বই এই ছিল তার সম্বল। ...... তার সমকালীন অন্যান্য নেতাদের সম্পর্কে একেবারে না জানিনা,তার সময়ের অন্যান্য নেতারা কত দামী দামী জিনিস ব্যাবহার করতেন তা ঢাকার জাদুঘরগুলুতে গেলেই দেখতে পারবেন।

আজকের যুগে সেগুলু কম দামী মনে হবে,কিন্তু অই যুগে সেগুলু দামী ছিল। ভাসানী ব্যাবহার করতেন অতি সাধারণ জিনিসপত্র,কিন্ত তার তো সম্পদের কমতি ছিলনা। তার কুঁড়ে ঘর দেখে আমি অবাক হয়েছিলাম, দেশের এক মহান নেতা এই কুঁড়ে ঘরে থাকতেন। তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। কিন্ত তার মৃত্যুর পরে বহুদিন পরে স্তাপিত হল বিশ্ববিদ্যালয়।

স্তাপিত হল ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জমি ঠিক থাকার পর ও বিশ্ববিদ্যালয় স্তাপনে এত বিলম্ব হল,কেন? ... কেনই বা এককালের অন্যান্য নেতাদের কবরে মৃত্যুবার্ষিকীতে প্রধান মন্ত্রি,অন্যান্য মন্ত্রী,রাষ্ট্রপতি রা গেলেও ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তারা যান না। উত্তর একটাই,আজকের দিনে নীতির রাজনীতি নাই,যেখানে তেল মারলে বেশি লাভ,সেখানেই তেল মারে। তেলাতেলির এই যুগে ভাসানীর মূল্য নাই। ......... ভাসানীর ছবি সরিয়ে ফেলা হচ্ছে Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।