সকল মতাদর্শকে আন্তরিকতার সাথে অধ্যয়ন করি।
গেছিলাম তো চাঁদের দেশে। সেখানে যাওয়ার পর কইছিলা মানুষ গেছে। বুঝলাম তাইলে আমার পরিচয় মানুষ।
২০০০ সালের একদিন চট্টগ্রামের জামালখানের খ্রিষ্টান গির্জার ভিতরে গিয়ে দাড়াইছিলাম।
ওরা যা করে আমি তা করিনাই বিধায় সিকিউরিটি আমাকে বের করে দেয়। বলল তুমি কেডা? আমি বললাম আমি মুসলিম। গির্জা দেখতে আসছি। কলেজের ক্লাসে যখন বসতাম তখন কে মুসলিম কে হিন্দু এইটা একটা প্রশ্ন হতে দেখেছি। কারন ছেলে মেয়ের বন্ধুত্বের জন্যে ধর্ম একটা ফ্যাক্টর।
বিদেশেও কোন ধর্মের সে বিষয়ে আগে প্রশ্ন করা হয়। তারপর এশিয়ান ইউরোপীয়ান আমেরিকান এই প্রশ্ন আসে। তারপর আসে কোন ভাষায় কথা বলে অর্থাৎ অরিজিন কি? মানে ইংরেজ এরাবিয়ান চাইনিজ ইত্যাদি। তারপর আসে দেশ।
এখন প্রশ্ন হল>>>
১. পাহাড়ী মানে পার্বত্য চট্টগ্রামের মানুষরা বাঙ্গালী কিনা? মানবেন্দ্রবোধিপ্রিয় লারমা জোর করে উপজাতীয় বা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে শেখ মুজিবের বাঙ্গালী বানানোর চেষ্টার প্রতিবাদে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছিলেন।
এখন এই সমস্যাটা লীগ কিভাবে দেখে? কল্পরঞ্জন চাকমা কি বাঙ্গালী?
২. যারা অন্যদেশের নাগরিক কিন্তু এই দেশের নাগরিকত্ব পেয়েছে তাদের বাঙ্গালীত্বের ব্যাপারে আওয়ামীলীগের বক্তব্য কি?
৩. বিশেষ করে আটকে পড়া পাকিস্তানীদেরকে বা বিহারীদেরকে এই দেশের নাগরিকত্ব দেয়া হয়েছে। তারা বাঙ্গালী কিনা? এই ব্যাপারে আওয়ামীলীগের বক্তব্য কি?
৪. সজীব ওয়াজেদ জয়ের বউ ক্রিষ্টিনা ওভারমায়ার বা শেখ রেহানার মেয়ের জামাই লন্ডনী ক্রিষ্টান তিনি যদি বাংলাদেশের নাগরিকত্ব নেয় তবে তিনি কি বাঙ্গালী হবেন?
৫. সাওতাল মনিপুরী গারো হাজং ত্রিপুরা মারমা চাকমারা কি বাঙ্গালী।
উপরের সব প্রশ্নের সমাধান হচ্ছে আমরা বাংলাদেশী।
হাঁ কেহ
মুসলিম বাঙ্গালী বাংলাদেশী
কেহ
হিন্দু বাঙ্গালী বাংলাদেশী
কেহ
খ্রিস্টান ইংরেজ বাংলাদেশী
কেহ
বৌদ্ধ উপজাতী পাহাড়ী বাংলাদেশী।
"তুমি কে আমি কে----- বাংলাদেশী বাংলাদেশী "
শ্লোগানেই কি জাতীয় ঐক্য নিহিত নেই?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।