আমাদের কথা খুঁজে নিন

   

এক চিকিৎসকের সাথে তর্ক-যুদ্ধ!

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

হ্যাঁ, ডাক্তারের কাছে গিয়ে ছিলাম। সেবা নিতে নয়, সেবা কিনতে। রীতিতম ছয় শত টাকা ভিজিট। কথা ছিল বিকেল সাড়ে তিনটা থেকে ভদ্রলোক রুগি দেখবেন।

আরো আধঘন্টা আগে গিয়ে পৌঁছালাম চেম্বারে। গিয়ে শুনতে পেলাম তিনি আজ আসতে কিছুটা দেরি হবে। এই কিছুটা কতক্ষণ? চেম্বারের লোকজন ঠিক করে বলতে পারে না। আসলেন রাত নয়টা বাজে। শুনলাম তিনি কোন প্রাইভেট মেডিক্যালের ডাক শুনে ছুটে গিয়ে ছিলেন।

জানি এইসব খেপে ভাল পয়সা। দায়ত্ব-জ্ঞান বেশি হলে পয়সা কামানো যায় না। তবুও বিনয় স্বরে বললাম;স্যার আজ সারাটা দিন মাটি হলো। ডাক্তার আমার দিকে খটমট করে তাকিয়ে- আপনার কি মনে হয় আমি বেশ আরাম করে আসলাম?
- জি, না, সেবা বিক্রি করতে গেছেন।
- হোয়াট! একজন ডাক্তারের সাথে কি ভাবে কথা বলতে হয় এটাও শিখেন নাই?
-শিখছি বলেই বলছি, এই পুঁজিবাদী সমাজে একজন মেথর আর ডাক্তার সকলেই আসলে পুঁজির দাস, শুধু সামাজিক মযাদায় ভিন্ন মাত্র।


- আই সে গেট আওয়োট।
- যাচ্ছি অন্য কোথাও থেকে কিনব।
- র শি দ( দারোয়ান)
- কোলে করে নেওয়ার দরকার নেই, আমি পায়ে হেঁটে বেরোচ্ছি। তারপর বেরিয়ে গেলাম।






অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।