আমাদের কথা খুঁজে নিন

   

যার জন্য গোলাপের জন্ম

সন্ধি মুহিদ

যখনই চোখে পড়েছে গোলাপগুচ্ছ,
ইচ্ছে হয়েছে সংগ্রহ করি একরাশ,
তারপর নত হয়ে তোমার হাতে করি অর্পণ!

যখনই মনে পড়েছে তোমার মুখ,
ইচ্ছে হয়েছে মুখখানা আমার মুখে ঘষে নিতে,
গোলাপের চেয়ে তা তো কম মোলায়েম নয়।

যখনই তুমি গোলাপ গ্রহণ করবে,
আমার আর নিজের মৃত্যুকামনা করবো না।
তোমার মুখের দিকে মমতা নিয়ে চেয়ে থাকবো।

যখনই আমার মরতে ইচ্ছে করবে,
তোমার কথা ভেবেই বেঁচে থাকব।
তোমার গোলাপী ঠোঁট আমায় ছুঁতে দেবে তো?



যার জন্য গোলাপের জন্ম
সন্ধি মুহিদ
১৬/১/১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।