আমাদের কথা খুঁজে নিন

   

চিঠি

স্বপ্নেরা আসে নীরবে, পা টিপে টিপে আর

আকাশের পটভূমিতে রচনা করে তোমার প্রতিচ্ছবি

তুমি পাখি হয়ে তোমার ছায়ার চেয়ে বড় হয়ে যাও

তোমার মনের ভেতরে ঢুকে যায় হিমশীতল আঙ্গুলগুলি

যে আঙ্গুল খোলে আর ভাঁজ করে

আমাদের পত্রাবলী, যার কারণে আমরা কাছাকাছি

ও আমাদের দু'জনের মাঝে এখন নীরবতা

যার মাঝে তুমি ঠাঁয় দাঁড়িয়ে নীরব গাছের মতো

পত্র-পল্লব প্রসারি, লাল ফলগুলি

লণ্ঠনের মতো জ্বল জ্বল জ্বলছে

কর্কশ বাতাসের তীব্রতায় আমাদের কথাগুলি

হারিয়ে যায় দূর প্রান্তরে

শূন্যতার মাঝে

তোমার কথাগুলি ছুরির ফলার মতো ধারালো

সময়ের সুড়ং বেয়ে অন্ধকারে গন্তব্য

এখন আমার সামনে দাঁড়িয়ে

নৈঃশব্দ, দুঃস্বপ্ন আর জলবাহী কালো মেঘের

সারি হয় না তো আয়না

যার বুকে দেখা যাবে তোমার ছবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।