আমাদের কথা খুঁজে নিন

   

ভোর হোতে এখনো দেরী আছে



ভোর হোতে এখনো দেরী আছে,
হুতুম পেচাঁটা কিঁচ-কিঁচ করে বলে গেছে ;
সমুখে সকাল আছে !
ধুর ছাই !
ঘুমটা গেল ভেঙে ,
গরম লেপটা এখনো অঙ্‌গে ,
চোখদুটো খোলা,
'এখনো দেরী আছে, আসতে আলোর মেলা' !১

স্‌মৃতি !?????
কিছু ফেলে আসা পথ ,
কিছু সুখ-দূঃখের অনুভব,
কিছুটা হারানো সময়,
কিছুটা সমুখের ভয়,
তোমার সাথে ছবিতে বাঁধানো কিছু স্‌মৃতি,
কিছু দীর্ঘশ্‌বাস, এ জীবন তুচ্‌ছ অতি !
কিছু সমুখের জাল বোনা ,
নতুনের হোক আনাগোনা !২

স্‌বপ্‌ন !!
তপণ তুমি কখন আসবে ?
কখন তোমার রঙে জীবনটা ভাসবে?
কখন ভোলাবে আমায়, আমার 'আমি'কে ?
ওরে পাখি ! আয়নারে তোরা, গান নিয়ে মুখে !
ওরে বেলি !তোর সুবাস মাথায় ঢেলে দে !
ভূলে যাই সবকিছু, আমার 'আমি'কে !
ওগো দিনের আলো--
তুমি কি ঘুমপাড়ানি গান ?
ঘুমিয়ে যাক আমার-'আমি'
হও তুমি বলবান !!!!!!৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।