আমাদের কথা খুঁজে নিন

   

চার মহিলাকে প্রকাশ্যে প্রস্রাব করতে বাধ্য করলেন আইনমন্ত্রী



বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতের আম আদমি পার্টির। একের পর এক বিতর্কের জন্ম দিয়েই যাচ্ছে আম আদমি পার্টি। এবার প্রকাশ্য চার মহিলাকে প্রস্রাব করতে বাধ্য করলেন আপ নেতা তথা রাজ্যের আইনমন্ত্রী সোমনাথ ভারতী। এই ঘটনার পরই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। প্রসঙ্গত, এদিন তাঁর নির্বাচনী কেন্দ্রের একটি বাড়িতে তল্লাশি জানানোর জন্য পুলিশকে চাপ দেন ভারতী৷ কিন্তু তাদের কাছে ওয়ারেন্ট নেই ও এই ভাবে তারা আইন ভাঙতে পারবে না বলে সাফ জনিয়ে দেয় পুলিশ। এর পরই কিছু সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে ওই বাড়িতে চড়াও হন এই আপ নেতা৷তাঁর অভিযোগ, পুলিশের নাকের তলায় এখানে মাদক ও নারী পাচার চক্র চালানো হচ্ছে৷
উগান্ডার ওই বাড়িতে পৌঁছে পর চার মহিলাকে পাকড়াও করে তার দলবল৷ এঁদের মধ্যে দুজনকে জোর করে মাদক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যান তিনি৷ শুধু তাই নয়, হাসপাতালে যাওয়ার আগে শৌচালয়ে যেতে চাইলে এক মহিলাকে প্রকাশ্যে প্রস্রাব করতে বাধ্য করেন ভারতী৷ অথচ পরীক্ষার পর দেখা যায় ওই দুই মহিলার শরীরে মাদকের কোনও নমুনা নেই। পাশাপাশি ওই মহিলাদের ওপর মারধর করার অভিযোগও উঠেছে৷ ভারতীর সমর্থকদের হাতে আক্রান্ত তাঁরা৷ ওই চার মহিলার মধ্য একজনের চোখ আঘাত করা হয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতী৷ তবে আপ নেতা আশুতোষ বলেন, একজন মন্ত্রী তাঁর নির্বাচনী কেন্দ্রের জন্য কাজ করেছেন৷ তাঁর প্রশংসার বদলে তাঁর নিন্দা করা হচ্ছে৷

হায়রে ভাদা তোদের কাছ থেকে নাকি আমাদেরও কিছু শিখার আছে


সূত্রঃ http://www.breakingnewsbd.net/?p=46272

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।