রোববার সকাল ১০টার দিকে দিনাজপুরের শিল্পকলা একাডেমী থেকে রোডমার্চের গাড়িবহর করনাইয়ে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার উদ্দেশ্যে রওনা হয়।
মঞ্চের অন্যতম সংগঠক মাহমুদুল হক মুন্সী বলেন, “গতকালের ফেলে আসা করনাইয়ে যাব। সেখানে আক্রান্ত এলাকা পরিদর্শন ও পথসভা করে যাব দিনাজপুরের বীরগঞ্জে। সেখানে পথসভা করে তৃতীয় দিনের নির্ধারিত কর্মসূচিতে বের হব।
রোববার গড়েয়ার আক্রান্ত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় ও সহমর্মিতা জ্ঞাপন, সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে ধর্মবর্ণ নির্বিশেষে স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধকরণ, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও সমাবেশ করবেন মঞ্চের কর্মীরা।
দুপুরে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদমিনারে এই সমাবেশ হবে।
শুক্রবার শুরু হওয়া এই রোড মার্চ বগুড়ায় তিন দফা বোমা হামলার মুখে পড়ে। শনিবার দিনাজপুরে ঢোকার পথে হয় আরেক দফা হামলা।
তবে হামলার মধ্যেও বিপুল সংখ্যক মানুষের সাড়া পেয়েছে রোডমার্চ। শনিবার বিভিন্ন স্থানে মঝ্চের পথসভাগুলো স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণে পরিণত হয় জনসভায়।
এর আগে গত ১১ ও ১২ জানুয়ারি যশোরের অভয়নগরের মালোপাড়া অভিমুখে রোডমার্চ করে গণজাগরণ মঞ্চ। সে সময় মোট ছয়টি পথসভা এবং দুটি জনসভায় অংশ নেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।