আমাদের কথা খুঁজে নিন

   

কুড়িগ্রাম-৪ আসনে পুনঃভোটে ‘বাধা নেই’

ওই আসনে জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. রুহুল আমিন ও নির্বাচন কমিশনের আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রোববার এই আদেশ দেন।

আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, এখন ওই আসনে পুনঃভোট আয়োজনে আর কোনো বাধা নেই।

এম কে রহমান শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন।  

গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন সহিংসতার কারণে কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়।

একই কারণে স্থগিত রাখা আরো সাত আসনে ১৬ জানুয়ারি পুনঃভোট হলেও হাই কোর্টের আসনে কুড়িগ্রামের ভোট স্থগিত থাকে।

ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন আরো কিছু কেন্দ্রে পুনঃভোটের আবেদন করলে হাই কোর্ট গত ১৫ জানুয়ারি পুনঃভোটের ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ দেয়। সেই আদেশই রোববার স্থগিত করে দিলেন চেম্বার বিচারক।

কুড়িগ্রাম-৪ আসনের ১০৬ কেন্দ্রের মধ্যে স্থগিত দুটি কেন্দ্রে ভোট রয়েছে ৭ হাজার ২৫৭টি।   কেন্দ্রগুলো হলো রৌমারী উপজেলার কেরামতিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের এবং চর বন্ধবের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।  

৫ জানুয়ারি নির্বাচনে বাকি কেন্দ্রগুলো মিলিয়ে জেপির প্রার্থী মো. রুহুল আমিন পান ৩০ হাজার ৫৪৪ ভোট।

আর আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন পান ২৩ হাজার ৯৪৬ ভোট।

দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৬ হাজার ৫৯৮ ভোটের পার্থক্য থাকায় এ আসনে পুনঃভোট করতে হচ্ছে নির্বাচন কমিশনকে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।