অসহ্য বিজ্ঞাপনের ভার সত্ত্বেও আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি পড়ি। কাদের মোল্লার মৃত্যুদণ্ড ঘোষিত হলে আপনারা ফাঁসির দড়ির ছবি ছেপেছেন ও ছয়জনের নাম উল্লেখ তাদের পরিচয় লিপিবদ্ধ করেছেন, যারা তার ফাঁসি কার্যকর করবে। এটাকে আমি শোভন বলে মনে করিনি। এই বীভৎসতার কোনো গ্রহণযোগ্যতাই নেই।
অপরাধীর শাস্তি হোক।
শাস্তি হয়েছে কিন্তু এটা নিয়ে পত্রিকায় এত আনন্দ-উল্লাস কেন? শিশুমনে এর একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই কাজ অন্য পত্রিকাও করেছে। এটা অনুচিত। কোনটা সংবাদ কোনটা নয়, কোনটা ছাপার যোগ্য, কোনটা নয়_ এই বোধ পত্রিকা কর্তৃপক্ষের থাকা উচিত।
অহেদুজ্জামান শিকদার, যশোর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।