আমাদের কথা খুঁজে নিন

   

সেই একফোঁটা বৃষ্টি, যা দীর্ঘঃশ্বাসের খুব কাছাকাছি

কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড কিছুটা তারার সংবেদন, কিছুটা শীর্ণ মুখ প্রগাঢ় এক ঝড়ে তুমি কেঁদেছিলে খুব; আমার দু'হাত ধরে। শেষ অবধি আমি পারিনি তোমার ব্যক্তিগত অসুখ সারাতে, ক্ষত যা রয়েছে গভীরে। একাকী চলে গিয়েছো; অগ্রন্হিত নিমজ্জনে। উড়ে উড়ে বহুদুরে নিঃশব্দ তে'তালায়- সম্প্রতি মনে হয়, ক্ষমাই কি প্রাপ্য নয় আমার! সেই সে ক্রমবিকশিত প্রেম, আকাঙ্খার ঊনিশ বছর- আত্মনিবেদন। অথচ অন্যচোখে অবিবেচনা। আমার ভেতরে নদী দেখোনি তুমি! আমার ঘুমহীন বাগানের সবুজ লতায় কি তুমি দু'পা জড়িয়ে, একটু দাড়িয়ে ব্যথিত হওনি কিছুক্ষণ! জ্বালা ছিল অভাবের, নারী আপেক্ষ ছিল অপূর্ণতার; তোমাকে না কালো হতাশায় টেনে আনি! উপেক্ষা করেছি তো শরীরসর্বস্বতা, বিস্ময় তোতাপাখি সিমেন্টের বিশাল কারুকাজ, নক্ষত্রময় নীলাভ খাড়ি। ক্ষমাই কি প্রাপ্য নয় আমার! যখন তোমার বিমর্ষ চুম্বনকে পাশ কাটিয়ে মাখন-ঊরুর বিভ্রম পেরিয়ে, বলেছিলাম- তোমার একফোঁটা বৃষ্টি নিয়ে আমি কাটাবো পুরোটা জীবন তুমি শুধু আমার নদীটি নিয়ে চলে যাও দূর উপত্যকায়; যদিও আমি ভ্রুক্ষেপ করিনি কি পেলাম, শুধু পূর্ণিমার উথালপাথাল জোছনায় খুঁজে ফিরি সেই একফোঁটা বৃষ্টি, যা দীর্ঘঃশ্বাসের খুব কাছাকাছি।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।