তোমাকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে মনে ব্যাথা নিওনা। কারণ, মানুষ সবসময় গাছের মিষ্টি ফলটিকেই ঢিল মারে। আমি আমার ব্লগে প্রথম লিখেছিলাম, আমার অনেক কিছু নিয়ে লিখতে ইচ্ছা করে। কিন্তু সবার মতো করে গুছিয়ে কিছু লিখতে পারি না। তাই কখনো লিখা হয় না।
আজকের লেখাও তাই। গু্ছিয়ে কিছু লিখতে পারলাম না। কিন্তু ব্লগারদের অনুরোধ করবো, লেখার মর্মার্থটা বুঝার চেষ্টা করার জন্য। ধন্যবাদ।
গত কিছুদিন যাবত পত্রিকায় শুধু দেখছি আমাদের দেশের নারীরা ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন।
কিন্তু এদেশে তো এ সমস্ত পশুর মতো কার্যকলাপ চলতেই থাকবে। কারণ, ভারতে যদি ডাক্তারি পড়া মেয়েটি ধর্ষিতা না হতো আর ভারত যদি এভাবে প্রতিবাদমুখর না হতো কিংবা প্রচার মাধ্যমগুলোতে যদি এব্যাপারটা এতোটা গুরুত্বসহকারে প্রচারিত না হতো, তবে আমাদের দেশের নারীরা কি জাগত? সহজ উত্তর, না্। কারণ কিছুদিন আগে আমাদের দেশের একজন নারী ডাক্তারকে ধর্ষণ না করতে পেরে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের দেশের কোন নারী কিংবা নারী সংগঠন কিংবা মানবাধিকার কমিশন এই নারকীয় হত্যাকান্ডের লেশ মাত্র প্রতিবাদ করেননি। বেশ কিছুদিন আগে উত্তরাঞ্চলের দিকে (জায়গার নাম মনে নেই, তবে যশোর হতে পারে) একজন সাংস্কৃতিক কর্মীকে রাজনৈতিক পরিচয়ে শ্লীলতাহানি করা হয়েছে।
কেউ কোন প্রতিবাদ করেননি। এছাড়া পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, সচিবালয়ে সুন্দরী নারীদের ভিড়। আমাদের নারী'রা প্রতিবাদ করে না, তাদেরকে কেন কাজ সম্পাদনের লক্ষ্যে আমোদ-প্রমোদের সামগ্রী বানানো হচ্ছে। বর্তমানে প্রচার মাধ্যমের কল্যানে জানতে পারি টাঙ্গাইলে একটি বালিকা ধর্ষিতা হয়েছে। সেটার বিপক্ষে কিছুটা প্রতিবাদ দেখা যাচ্ছে।
এটা শুভ লক্ষণ। আমি জানতে চাই আমার প্রিয় নারীদের কাছে, আপনারা আর কোন ঘটনা ঘটার পরে ভারতের মতো রাজপথ কাঁপিয়ে আন্দোলনে নামবেন?
বিশ্বজিত হত্যা? আমাদের অনুভুতিগুলো এতোটাই ভোতা হয়ে গিয়েছে যে, এই ধরনের হত্যাকান্ড দেখার পরেও কোন হার্ট এ্যটাকের খবর পাওয়া যায়নি। এ হত্যাকান্ডও বন্ধ হবে না। কারণ আজকে বিশ্বজিত হিন্দু বলেই হয়তো আমরা কিংবা প্রচার মাধ্যমগুলো এতোটা সরব বিচারের পক্ষে। কিন্তু এখানে বিশ্বজিতের জায়গায় যদি কোন মুসলমান হতো (যদিও আমি কে হিন্দু কে মুসলমান এটা বলতে চাইতেছি না) তবে কি আমরা এতোটা প্রতিবাদি হতাম? নাকি ছেলেটা রাজাকার বা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চায় বলে এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে মাথার মুকুট করে রাখতাম?
রামুর ঘটনা? পুনরাবৃত্তি হলে অবাক হবেন না যেন।
কারণ, কিছুদিন আগে আদিবাসিদের ৪০০ ঘর পুড়ে ছাই করে দেয়া হয়েছে। কোথায় মানবতা কিংবা কোথায় রামুর ঘটনা ঘটার পরে যারা মিডিয়া দখল করে বসেছিলেন? না, রামুর ঘটনারও বিচার হবে না, কারণ তন্নতন্ন করে খুজেও শুধু বিএনপি কিংবা জামায়তকে ফাঁসানো যাচ্ছেনা। ঘটনার সাথে আওয়ামীলীগও জড়িয়ে যাচ্ছে তাই। যেমনটি সিলেটের ঐতিহ্যবাহী কলেজের ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় ছাত্রলীগ জড়িত বলে বিচার হচ্ছে না।
চট্টগ্রামে হিমাদ্রি নামের ছেলেটিকে পোষা কুকুর লেলিয়ে দিয়ে কি পরিমাণ নির্যাতন করে হত্যা করা হয়েছে।
অপরাধ? সে সমাজ থেকে মাদক নির্মুল করার জন্য মাদক বিরোধী আন্দোলনে নেমেছিল। এখন পত্রিকার মাধ্যমে জানতে পারি, মূল আসামীদের বাদ দিয়ে চার্জশীট দাখিল করা হচ্ছে। অথচ আমাদের কোন প্রতিবাদ আছে? কিন্তু আমরা আবার মাদকমুক্ত সমাজ চাই। ধিক্কার জানাই আমাদের এই নিস্ক্রীয়তাকে কিংবা নিজেকে নিয়ে ব্যস্ত থাকার এই নীতেকে।
অফ টপিকঃ আমি জানিনা আমি কি লিখছি? তবে মর্মার্থটা বুঝার চেষ্টা করবেন, এটাই আশা করি।
যদি কারো কোন কারেকশন থাকে, আমাকে জানাবেন। সানন্দে গ্রহণ করব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।