আমাদের কথা খুঁজে নিন

   

৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার অস্ত্রের জোরে ক্ষমতায় আছে, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি।

তিনি আজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘জনগণ এ নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, তাই জনগণকে ধন্যবাদ জানানোর জন্যই এখানে এসেছি। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হলো গায়ের জোরে ভোট করা যায় না। জনগণের সমর্থন লাগে।

অস্ত্রের জোরে ক্ষমতায় থাকা যায় না।

একটি পত্রিকার কপি দেখিয়ে খালেদা জিয়া বলেন, ভোটকেন্দ্রে জনগণ নয়, কুকুর বসে আছে।

এ সময় তিনি পত্রিকায় প্রকাশিত ভোটকেন্দ্রে অপেক্ষমাণ অপ্রাপ্তবয়স্কদের ছবি দেখিয়ে বলেন, ‘৮-১০ বছরের শিশুদের দিয়ে ভোট দেওয়ানো হয়েছে। যেহেতু ভোটার যায়নি, তাই তারা ভোট দিয়েছে। ’

খালেদা জিয়া বলেন,‘১৫৩ আসনে ভোট হয়নি।

জনগণের ভোট ছাড়াই এমপি বলা হচ্ছে তাদের। আর বাকিরা ৫ শতাংশেরও কম ভোট পেয়েছেন। তাই এই নির্লজ্জ সরকারকে বলবো অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। ’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।